স্বস্তি আসুক ফিরে |||| বিশ্বজিৎ মানিক
কষ্টের পাহাড় ডিঙিয়ে আসুক – আলোক বিশ্বলোকে
মহাশক্তিধর ধরাশায়ী আজ – দৌড়ে দিক্বিদিকে।
এমন কেন হয়েছে ধরায় – কারো নয় তা জানা
লোকালয়ে এসে কেন রাক্ষুসী – সজোরে দিয়েছে হানা?
প্রবল পরাক্রম দেখিয়ে চলেছে – বিজ্ঞান আজ অসহায়
লিবিয়ার সেই শিশুটির কথা – কান পেতে শোনা যায়।
উস্মিত কণ্ঠে বলেছিল সে – ঈশ্বরকে বলে দেবে
তাহলে কি তার, সে কথাতেই – যাচ্ছে পৃথিবী ডুবে?
ক্ষমা করে দিও, হে শিশু তুমি – হয়ে গেছে মহা ভুল
তোমার অভিশাপে, হয়তো ব্রহ্মাণ্ডে – পরে গেছে হুলুস্থুল।
কেড়ে নিয়েছে ত্রিশ লাখ প্রাণ – কবলিত চৌদ্দ কোটি
বিজ্ঞান আজ অসহায় যেন – রসায়নে তার ত্রুটি।
কি হবে তোমার মিসাইল দিয়ে – প্রাণঘাতি যে অস্ত্র
জনপদ ভেঙে চুরমার করে – মানুষেরে করে ত্রস্ত?
সভ্যতার দ্বার উন্মোচিত হোক – স্বস্তি আসুক ফিরে
হিংসা হানাহানি জাতপাত নিয়ে – ছড়িয়েছে বিশ্ব জুড়ে।
সৃষ্টির মালিক একজনই যদি – ভিন নাম ভাষা ভেদে
মারণাস্ত্র সব ফেলে দিলে জলে – উঠবে না শিশু কেঁদে।
জগৎ জুড়ে ঔষধ অন্নের – গড়ে তুলে সংস্থান
আলোকচ্ছটায় আলোকিত বিশ্বে – রক্ষিত হবে প্রাণ।
২৪/০৪/২০২১ খ্রিস্টাব্দ।