রকমারি

হুইস্কি পানে দূর হয় করোনা! জার্মান চিকিৎসা বিজ্ঞানীর দাবির প্রকৃত সত্য কী?

হুইস্কি পানে দূর হয় করোনা!  চিকিৎসা বিজ্ঞানীর দাবির প্রকৃত সত্য কী?

সিবিএনএ অন লাইন ডেস্ক/ ২৩ এপ্রিল ২০২১| আরও একবার করোনার গ্রাসে গোটা বিশ্ব। কোনওভাবেই যেন মোকাবিলা করা যাচ্ছে না অতিমারিকে। এর মধ্যেই দানা বেঁধেছে হুইস্কি বনাম কোভিড বিতর্ক। গত বছর এপ্রিলে জার্মান ভাইরাস বিশেষজ্ঞ জুয়ের্গেন রিসল্যান্ড দাবি করেন হুইস্কি পান করলে করোনা শরীরে বাসা বাঁধতে পারে না। এই মন্তব্যের পর হই হই পড়ে গিয়েছিল দুনিয়ার মদ্যপ্রেমীদের মধ্যে। মদ্যপানের ‘সুফল’ নিয়ে চলছিল বিরাট আস্ফালন। কিন্তু জার্মান চিকিৎসা বিজ্ঞানীর দাবি কতটা সত্য তা খতিয়ে দেখা হয়নি। তাঁর সম্পূর্ণ বক্তব্যও সবাই শুনেছেন এমন নয়। স্রেফ শিরোনাম শুনেই হুইস্কির গুণগান চলেছে।

রিসল্যান্ডকে এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল, ১৫ মিনিট অন্তর হুইস্কি সেবন করলে কি সমস্ত ভাইরাস গলা দিয়ে ধুয়ে নেমে যায়? রিসল্যান্ড জবাব দেন, ‘হ্যাঁ, অবশ্যই। অ্যালকোহল যত থাকবে তত ভাল। তাই আপনি যদি হুইস্কি-প্রেমী হন তো ভাল।’ কিন্তু তাঁর কথা এখানেই ফুরিয়ে যায়নি। এর সঙ্গেই তিনি বলেন, ১৫ মিনিট অন্তর হুইস্কি খাওয়া অবশ্যই সম্ভব নয়।

রিসল্যান্ডের গোটা সাক্ষাৎকার থেকে স্পষ্ট, জন সাধারণকে হুইস্কি খাওয়ার অনুপ্রেরণা দেননি তিনি। হুইস্কি আদৌ ওষুধ নয়, সেকথাও শুনিয়ে দেন। আরও বলেন, ‘আমি শুধু বলতে চেয়েছি, এই ভাইরাস অ্যালকোহলের সংস্পর্শে কাবু হয়। কারণ ভাইরাসের বহিরঙ্গে রয়েছে ফ্যাটের স্তর যা অ্যালকোহল ধ্বংস করে। কিন্তু ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে হলে প্রচুর হুইস্কি পান করতে হবে।’ তাতে যে লিভার নষ্ট হবে সেকথাও জানিয়ে দেন তিনি।

এবার আপনারাই বুঝে নিন, হুইস্কি খেয়ে করোনা আটকাবেন নাকি মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করে নিরাপদ থাকবেন।-আজকাল


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন