সাহিত্য ও কবিতা

শ্রেষ্ঠ জাতির তকমা ||||  বিশ্বজিৎ মানিক

শ্রেষ্ঠ জাতির তকমা ||||  বিশ্বজিৎ মানিক


সহিষ্ণু মন থাকবে যাদের – তারাই শ্রেষ্ঠ জাতি
বিশ্বব্যপী বহু দেশের – আছে এমন খ্যাতি
পরস্পর মিলেই তারা – করছে বসবাস
ধর্ম বর্ণের বাড়াবাড়ির – নেই তো অবকাশ।

আইনের শাসন শ্রদ্ধা করেই – চালায় জীবনাচার
ব্যতিক্রমে ব্যথিত জন – পাচ্ছে চেয়ে বিচার
জন্মসূত্রে কে নাগরিক – কে বা অভিবাসী
অধিকারের তারতম্য – নয় কারো কম-বেশি।

সংবিধানে আনুগত্য – থাকছে প্রতি জনের
ভ্রাতৃত্ব বোধ নিয়েই চলে – হৃদ্যতাতে মনের
দাঙ্গা ফ্যসাদ প্রবলতা – জীবন মানে নেই
চলছে সবাই নিজের মতো – হারাচ্ছে না খেই।

অ-ধার্মিক ও ধর্মভীরু – চলছে একই পথে
সাদায় কালোয় মিলেই চলে – নেই ভেদাভেদ মতে
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান – ধর্ম পালন করে
মন্দির মসজিদ ভজনালয় – কিংবা নিজের ঘরে।

ভেদাভেদের পরাকাষ্ঠা – যে সব দেশে আছে
সে সব দেশে নৈতিকতা – যাচ্ছে হয়ে মিছে
শ্রেষ্ঠ জাতির তকমা তারা – হারাচ্ছে দিন দিন
বিশ্ব সমাজ নিন্দে তাদের – হচ্ছে তারা হীন।

২৩/০৪/২০২১ খ্রিস্টাব্দ।
সংবাদটি শেয়ার করুন