ফিচার্ড সাহিত্য ও কবিতা

দেবাশীষ মুখোপাধ্যায়-এর দু’টি কবিতা

দেবাশীষ মুখোপাধ্যায়-এর দু’টি কবিতা
—————————————————————–
১. শিরায় শিরায় ভালোবাসা ঝর্না ভেঙ্গে নামে

টলোমলো পা দাপিয়ে বেড়ায় বাড়ি
দু’ঠোঁটের ফাঁকে গজানো মুক্তোর সারি
ছুটে এসে আছড়ে পড়ে বাড়ানো হাতে

বাচ্ছার দিন শুরু দুষ্টুমি সাথে


তোমার আমার স্বপ্নের লালন
প্রতিদিন এভাবেই সংসার জারণ
চলে যায় মুহূর্ত দিন অপত্যে

সুখ জানু পেতে বসে থাকে আপন রাজত্বে


প্রাত্যহিকীর ফাঁক গলে এভাবেই  ভালোলাগা
নরম তালের অকারণ স্মিত শব্দ জাগা
এমনি করেই বেঁচে থাকে জীবন আসার
হ্লাদনের সিরজায় ভালোবাসা ভার
——————————————————————–
২. মস্ত বড়ো সুখে বৃষ্টি ভাসায়

ও বৃষ্টি
ভিতর ঘরে আয়
ও বৃষ্টি
মাদল পাগল গায়

ও বৃষ্টি
জুড়ায় আমার প্রাণ
ও বৃষ্টি
প্রেমের রঙিন উড়ান

ও বৃষ্টি
আনন্দ ভেজা মন
ও বৃষ্টি
শুনিস না বারণ

ও বৃষ্টি
সদা থাকিস সাথে
ও বৃষ্টি
হৃদয় জাগাস রাতে
সংবাদটি শেয়ার করুন