অবাঞ্ছিত এসব লোক |||| বিশ্বজিৎ মানিক
রক্ত দিয়ে কেনা বাংলায় – রক্ত কেন ঝরছে আজ
একাত্তরের রক্তচোষা – ধরছে সে আজ নতুন সাজ
দেখছে না কেউ দখবে না তো – দেখার যেন নেই কারণ
দেখার যারা তোমায় তারা – দেখতে সেটা করছে বারণ।
চুঙ্গা ফুঁকে বলছে সবাই – অবাঞ্ছিত এসব লোক
ভেক ধরে আজ ঢুকছে দলে – এরাই হলো আসল পোক
পোকগুলো সব আকাম করে – দলের ঘাড়ে দোষ চাপায়
নাম ভাঙ্গিয়ে বড় ভাইদের – এরাই আবার মাঠ কাঁপায়।
নষ্ট গুলো কষ্ট করে – কিশোরদেরে নেয় দলে
পত্রিকাটি খুলেই দেখি – এদের দিয়েই লাশ ফেলে
লুটতরাজে পটু হয়ে – উঠছে আমার কিশোর ভাই
বড় ভাইদের অভয়বাণী – শুনছে তারা পাচ্ছে ঠাঁই।
ভাই বেরাদার মিলে সবাই – করছে দখল পরের ঘর
ঠ্যাঙ্গা হাতে উগ্রভাবে – বলছে দাদা সকাল সর
এ ঘর আমার বায়না করা – জানিস না তুই আছিস ঢুকে
একদিন আমি সময় দিলাম – ছাড়তে হবে কালকে তোকে।
কিশোর গুলো কোন কারণে – অপরাধী হচ্ছে আজ
বিনোদনের তরে তাদের – কোথাও কিসে মিলছে সাজ?
খেলাধুলার মাঠ গুলো সব – দখল করে নিচ্ছে ভাই
অপরাধের মাত্রা ছাড়ায় – দেখার যেন কেহই নাই।
সব ভাইয়েরা নয়তো খারাপ – খারাপ কিছু আছেই দলে
ময়লা স্বভাব আছে যাদের – লুটেপুটে খাচ্ছে মিলে
সব বিভাগে ঢুকেই তারা – সুখের তরে বাঁধছে ঘর
সুযোগ বুঝেই মারছে সেসব – গাল গুলোতে এমন চড়।
চড়ের চোটে সাধারণের – দাঁত গুলো সব পরছে ঝরে
অবিচারের হাতছানিতে – কেউ কেউ আবার যাচ্ছে মরে
মরার উপর খারার ঘা টি – মারছে চতুর বাঁচার দায়
ধূর্ত চোরের থাকেই এটি – উত্তরণের অভিপ্রায়।
আশকারাটি পেয়ে যারা – ফুলে ফেঁপে হচ্ছে মোটা
ভাবখানাটি এমন যেন – তারাই শুধু বাপের বেটা
পাপের ঘরা পূর্ণ যাদের – ধরছে দুদক সাঁরাশ দিয়ে
স্বীকারোক্তি করছে আদায় – কোর্টে তুলে রিমান্ড নিয়ে।
টাকা পাচার করে যারা – বেগম পাড়ায় করছে বাড়ি
সংবাদ মাধ্যম তথ্য দিয়ে – হাটেই তাদের ভাঙ্গছে হাঁড়ি
চোরগুলো সব খেলেই ধরা – উন্নয়নের বইবে জোয়ার
সমতাটি আসবে ফিরে – থাকবে না আর আপার লোয়ার।
২৫/১১/২০২০ খ্রিস্টাব্দ।