বিশ্ব

অর্থ কেলেঙ্কারি : দোষী সাব্যস্ত হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

অর্থ কেলেঙ্কারি : দোষী সাব্যস্ত হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

 

অর্থ কেলেঙ্কারি!

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাতের ঘটনায় প্রথম মামলার শুনানিতে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দোষী সাব্যস্ত হয়েছেন। নতুন সরকার ক্ষমতা গ্রহণের চার মাস পর আজ মঙ্গলবার এ রায় আসলো।

জানা গেছে, কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মুহাম্মদ নাজলান মুহাম্মদ ঘাজালি রায় ঘোষণা করেছেন। বিচারক বলেন, মামলার ব্যাপারে সমস্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে দেখা যায়, রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে।

তিনি আরো বলেন, আমি অভিযুক্তকে দোষী মনে করি এবং সাতটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করছি। বিশ্বাসভঙ্গ, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহারসহ সাত ধরনের অভিযোগ আনা হয়েছিল নাজিব রাজাকের বিরুদ্ধে। সবগুলো ধারাতেই সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দোষী সাব্যস্ত করা হয়েছে।

৬৭ বছর বয়সী নাজিব রাজাকের পক্ষ থেকে বলা হয়েছে, রায়ের বিরোধিতা করে আপিল করা হবে। তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে বলেও জানানো হয়।

অর্থ কেলেঙ্কারি : দোষী সাব্যস্ত হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

সূত্রঃ কালের কণ্ঠ

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন