সাহিত্য ও কবিতা

অসহায় মানুষের পাশে ||||  বিশ্বজিৎ মানিক


অসহায় মানুষের পাশে ||||  বিশ্বজিৎ মানিক


অসহায় মানুষের পাশে আজ – দাঁড়িয়ে গেছে দেশ
আবাসন সমস্যা বুঝি তাদের – হয়ে গেলো এই নিঃশেষ।


মানবতার জয়, যুগে যুগে হয় – দেখো হিসাবের খাতা খুলে
ধৈর্যহারা হলে, হবেনা তো কিছু – যেয়ো নাকো তাহা ভুলে।


চেয়ে দেখো আজ,সাগরের পাড়ে – কতো মানুষের উল্লাস
ত্রিশ বছর পরে, পেয়েছে আশ্রয় –  ফেলেছে স্বস্তির নিঃশ্বাস।


সততার কাছে, মাতা নতো করে – যদিবা থাকতে পারো
দুর্দশা তোমার, চিরকাল রবেনা – সুখ পেয়ে যাবে বেশি আরো।


চেয়ে দেখো তুমি,ঐ দুর আকাশে – চন্দ্রিমা জেগেছে আজ
সাগরের পাড়ে, করিয়েছে বঙ্গকন্যা – কতোই রঙিন সাজ।


ফুলেদের নামে, গড়িয়েছে কতো – সুশোভিত অট্টালিকা
আশ্রিত জনের, অন্তরেই তার – ইতিহাস রবে হয়ে লেখা।


পেয়েছে আশ্রয় তাতে – জলবায়ু উদ্বাস্তু হয়েছিল যারা
একানব্বই সালের মহাপ্লাবনে – হয়েছিল তারাই বাস্তুহারা।


কুতুবদিয়া ও মহেশখালীর ভিটেমাটি – হয়েছিল যাদের  বিলিন
সাগর জলে ভিটেমাটি হারিয়ে – চেহারা হয়েছিল মলিন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় – আশ্রয় পেয়েছে তারা
বস্তি জীবনের সমাপ্তি ঘটিয়ে – হয়েছে আজ আত্মহারা।


কক্সবাজারে নির্মিত হয়েছে – উনিশটি পাঁচতলা ভবন
ছয়শত পরিবার, করবে তাহাতে – শান্তিতে জীবন যাপন।


প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস  – চালিয়েছিলো ধংসযজ্ঞ
আশ্রয় পেয়ে বাস্তুহারা সবে – হয়ে গেছে আজ কৃতজ্ঞ।


মহা দুর্যোগে সর্ব সান্ত হয়ে – করেছিলো আশ্রয়ের দাবী
তেইশে জুলাই বিশ সালে এসে – পেয়ে গেছে ফ্ল্যাটের চাবি।


একদিন যারা সাগরের জলে – হারিয়েছিলো ঠিকানা
দালানেই তাদের আশ্রয় হবে – ছিলো না তো কারো কল্পনা!


নির্মাণাধীন আছে, সেখানেই আরো – একশত বিশটি ভবন
নির্মাণ হলেই, করা হবে নাকি – সারে চার হাজার পরিবার পুনর্বাসন।


কামিনী, গন্ধরাজ, হাসনাহেনা – কতো সুভাষিত ফুলের নাম
সেনা তত্ত্বাবধানে হয়েছে নির্মিত – পরিবেশ নয়নাভিরাম।


কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নে – বাঁকখালী নদীর তীর
হয়ে গেছে আজ, বাস্তুহারাদের ঠিকানা – চির শান্তির নীড়।


অচীরেই হয়ে যাবে, পর্যটন এলাকা – মানুষের কোলাহল ধন্য
সৃষ্টি হয়েছে, যাহা দেখি আজ – হয়েছে তাহা অনন্য।


তোমাদেরে বলি, পেয়েছো যারা – নয়নাভিরাম এই বাড়ি
রাখিবে সুন্দর, করিয়া যতন – যেতে হবেনা কভু তাহা ছারি।


২৪/০৭/২০২০ খ্রিস্টাব্দ।

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন