সাহিত্য ও কবিতা

মৃত্যুর মতো ঘুম ।।।  বিপ্লব ঘোষ

মৃত্যুর মতো ঘুম ।।।  বিপ্লব ঘোষ


 ওরা আমায় আকাশ দেখতে দেয় না 
ওরা আমায় চাঁদ দেখতে দেয় না 
ওরা আমায় শব্দ আনতে দেয়.না ।
 
আধুনিকতা দিয়ে সুখ কিনতে চায় 
রোবটের সঙ্গে সহবাসে লিপ্ত থাকে 
বন্দী খাঁচায় সোনার পাত্রে খাদ্য খায় ।
 
ওরা ভুলে গেছে বৃষ্টিদিন  
নৌকো ভাসে সুদূর দিগন্তে 
নদীর জল তীরে এসে ডাকে 
পাখি আর আসে না বসন্তে। 
 
মৃত্যুর মতো ঘুমিয়ে থাকি ।
———-
বৃষ্টির মতো
 
আমার দিন ফুরলো 
ওগো সখী এবার কিছু বলো 
শ্রাবণের বৃষ্টি এলো 
তোমার আসার সময় হলো ।
 
বৃষ্টি পরে বৃষ্টি পরে বৃষ্টি পরে…
নদী জঙ্গলে পাহাড়ে চা-বাগানে 
মনে পরে মনে পরে মনে পরে…
বৃষ্টির মতো তুমিও কখনো পুরনো হওনি ।
—-‐–
জয়িতা
 
আমার একটা  নদী আছে 
আমি তার নাম দিয়েছি — জ য়ি তা 
তার কোন নাম নেই বলে ।
 
দূরের পাহাড় ডাকে 
সামনে চা-বাগানের ঢেউ মেঘ ছুঁয়ে 
সেখানে কাঠের দোচালা প্রিয়ার বাড়ি 
আমি তার নামও  দিয়েছি — জ য়ি তা 
তোমায় জীবনে না হারাই ।
সংবাদটি শেয়ার করুন