ফিচার্ড সাহিত্য ও কবিতা

বিপ্লব ঘোষ-এর কবিতা

বিপ্লব ঘোষ-এর কবিতা

নিশিথে নগ্ন হই

সারাজীবনে মিথ্যে কথা কম বলেছি 
কারণ সত্য বলেই আনন্দ পেয়েছি ।
 
সারাজীবন সৎ থাকতে চেয়েছি 
কোনদিন তাদের ক্ষমা করা হয়নি 
যারা অভাবে না থেকেও চুরি করেছে 
তার মানে এই নয় অভাবে চুরি করতে হবে !
দেখেছি চোরেরা কখনো শান্তি পায়নি ।
 
আজ এসব মনে এল শ্রাবণ দিনে 
আসলে কখন যে কী ভাবনা আসবে 
কারো হাতে নেই। 
 
এই আমি বাইশ বছর ধরেই 
শুধু মিথ্যার অভিনয় করে গিয়েছি ।
 
এই আমি এতদিন ধরে
সত্য কথা বলতে পারিনি ।
 
আমার কোন যন্ত্রণা নেই 
মজা এবং রসিকতা একটি মুখোশ ।
 
শুধু নির্জন নিশিথে নগ্ন হয়ে থাকি 
বৃষ্টি পরে ঝিরি..ঝিরি ..ঝিরি……
———
 
ঠিকানা
 
প্রতিদিন সকালে মনে পড়ে তোমাকে 
তারপর কবিতার মতো 
দু-চার লাইন লেখা হয়।
 
যেদিন লিখতেই পারিনা 
সেই দেখে বলো 
–আজ মনে পড়েনি আমায় ?
বলি- আরো বেশি মনে ছিলে ।
— মিথ্যে কেন যে বলো আমায় ! 
বলি– লেখা হলে দূর দেশে যায় ভেসে ।
–আর লেখা যদি নাই আসে ? 
সারাদিন প্রসব যন্ত্রণা 
আরো বেশি করে থাকো তুমি ।
 
–তবু তুমি লেখো 
তোমার ঠিকানাটি তো আমি ! 
সংবাদটি শেয়ার করুন