দেশের সংবাদ

সিলেট উইমেন্স মেডিকেলে ‘বঙ্গবন্ধু ফটো গ্যালারী’র উদ্বোধন

সিলেট উইমেন্স মেডিকেলে ‘বঙ্গবন্ধু ফটো গ্যালারী’র উদ্বোধন

জনসেবায় আত্মনিয়োগ করাই
চিকিৎসকের মূল দায়িত্ব
—–ডা. শরীফুল হাসান

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. শরীফুল হাসান বলেছেন,
সুচিকিৎসক নির্মাণে আধুনিক চিকিৎসা শিক্ষার কোন বিকল্প নেই। চিকিৎসক
হিসেবে সর্বদা আমাদেরকে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। কারণ জনগণই আমাদের সকল ভালো কাজের প্রেরণাদাতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সকল মানুষের জন্য সুচিকিৎসা নিশ্চিত করা। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে এই ফটো গ্যালারী এই মেডিকেলের শিক্ষার্থীর অনুপ্রেরণা
জোগাবে।

তিনি বৃহস্পতিবার সিলেট উইমেন্স মেডিকেল কলেজ লাইব্রেরিতে ফিতা কেটে
‘বঙ্গবন্ধু ফটো গ্যালারী’র আনুষ্ঠানিক উদ্বোধনকালে ও  কলেজের ‘মেডিকেল
এডুকেশন ইউনিট’ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন্স মেডিকেল
কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার, ব্যবস্থাপনা পরিচালক
প্রফেসর ডা. ওয়েস আহমেদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মনিরুল ইসলাম,  প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডা. ইসমাইল পাটোয়ারী, উপাধ্যক্ষ প্রফেসর ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, প্রফেসর ডা. নজরুল ইসলাম ভূঁইয়া, প্রফেসর ডা. মাসুকুর রহমান, প্রফেসর ডা. মাহজুবা উম্মে সালাম, প্রফেসর ডা. ছিদ্দিকুর রহমান, ডা. খন্দকার আবু তালহা, ডা. নুরুল আমিন শোভন ও অন্যান্য শিক্ষকবৃন্দ। এই গ্যালারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ের ৩০টি ছবি স্থাপন করা হয়েছে।

এদিকে ‘বঙ্গবন্ধু ফটো গ্যালারী’ উদ্বোধনের পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের
সিলেট বিভাগীয় পরিচালক ডা. শরীফুল হাসান সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘মেডিকেল এডুকেশন ইউনিট’ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির রাখেন। সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে, ডা. ফারহানা সেলিনা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘মেডিকেল এডুকেশন ইউনিট’ এর সদস্য সচিব ডা. খন্দকার আবু তালহা। সেমিনারে বিশেষজ্ঞ প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ‘মেডিকেল এডুকেশন ইউনিট’ এর সভাপতি প্রফেসর ডা. ওয়েস আহমেদ চৌধুরী, প্রফেসর ডা. ডি এ হাসান চৌধুরী এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মনিরুল
ইসলাম।

 



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন