সাহিত্য ও কবিতা

নগ্ননীললীননরনারী -পুলক বড়ুয়া


নগ্ননীললীননরনারী

-পুলক বড়ুয়া


ভালোবাসা বড় বজ্জাত
ভালোবাসা বড় বেয়াদব

সে মুখের উপর ঠকাস করে না বলতে শিখেছে

আমি তাকে বলি মানে
আমি তাকে বোঝাই কত ভালোবাসি
এ কথা সে জানে কিন্তু পরোয়া করে না
এ কথা সে বোঝে কিন্তু মানতে চায় না
এ কথা তাই তাকে
কিছুতে বোঝানো যায় না মোটেও বলা যায় না
অগত্যা ঘুরে ফিরে সরাসরি উহ্য রাখতে চাই …

এমন বেয়াদব সে বলে কিনা
এটা কোনো ভালোবাসা নয় ভালোলাগা
এবং এমন বজ্জাত সে
প্রেমকে অভিধা দেয় পছন্দ
বানানো গৎ বাঁধা মুখস্থ বুলির মতো
সৌখিন-পোশাকী আবৃত্তি—
গায়ে গতরেই এমন সেয়ানা হয়েছে, লায়েক হয়েছে
বুক চিতিয়ে চলে বুক ফুলিয়ে চলে …
টগবগিয়ে চলে কুছ পাত্তা নেই …

এ সম্ভব সহজে বিশ্বাস করে না

সে মুখের উপর ধুম করে না বলে দিয়ে ধায় …

আমি জ্যোতিষ না—জ্যন্ত মানুষ …
জীবনের লক্ষণ নয়, লক্ষ্য—জীবন্ত মানুষ চাই …

ভালোবাসা বলতে—দেখতে শুনতে গুণতে—কোথায়
আত্মভোলা-দিলখোলা হবে …
তা না আস্ত বেয়াদব কী হাড়বজ্জাত …

এই ভালোবাসা মানে উপরোক্ত
ওই ভালোবাসা ডাক দিয়ে যায় মানে
কোনো কোনো ভালোবাসা কী যে দিলদরদী
সে সময় হলে আস্তে-সুস্থে উগরে দেবে
নীল গুণ নীল খুন নীল নুন
এই আর কী
সযতনে গড়া তিলে তিলে রাখা তলে তলে ঢাকা
দুই নীল চোখে জমা জাদু …
দুই নীল বিষ রাখা দুই নীল চোখ
দু ফোঁটা দু বিন্দু নীল চুম নীল গুম নীল ঘুম

ভালোবাসা ভালো বাসা নয়
ভালোবাসা নীল কুঠি
ভালোবাসা নীল জুটি
ভালোবাসা নীল দুটি
ভালোবাসা নীল ছুটি
ভালোবাসা নীল চিঠি
ভালোবাসা নীল নদ
ভালোবাসা নীল নদী
ভালোবাসা নীল দরিয়া
ভালোবাসা নীল দর্পণ
ভালোবাসা নীল অঞ্চল
ভালোবাসা নীল চাষ
ভালোবাসা নীল সর্বনাশ

ভালোবাসা ভুল যাওয়া
ভালোবাসা ভুল পাওয়া
ভালোবাসা ভুল ছোঁয়া
ভালোবাসা ভুল আসা
ভালোবাসা ভুল বাসা
ভালোবাসা ভুলে ভাসা

ভালোবাসা হারিয়ে যায় বেওয়ারিশ শূন্যতায়

ভালোবাসা নীল প্রেম
ভালোবাসা নীল ভুল
ভালোবাসা নীল স্মৃতি

ভালোবাসা নীল ঢেউ
ভালোবাসা নীল বিদ্রোহী
ভালোবাসা নীল বিপ্লবী
ভালোবাসা নীলকন্ঠ
ভালোবাসা নগ্ননীললীননরনারী

ভালোবাসা মুখোমুখি এসে দাঁড়ায় সমর সজ্জায়
ভালোবাসা ঘুরে দাঁড়ায় সমর শয্যায়

ভালোবাসা ভুঁইফোড়
ভালোবাসা বেশরম

 

 

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন