ফিচার্ড সাহিত্য ও কবিতা

আঁচল ||| শীতল চট্টোপাধ্যায়

(নববর্ষের কবিতা)

আঁচল ||| শীতল চট্টোপাধ্যায়

নদীতে স্নান সেরে ,  গ্রামের পথে ফিরে আসছে
গ্রামেরই চেনা বিশুর বউ ৷
বউয়ের জল সপসপ আঁচলে প্রতিচ্ছবিতে দোল খাচ্ছে
সকালের নতুন সূর্য ৷
বিশুর বউ আজ পয়লা বোশেখের পুজো দেবে
মন্দিরে গিয়ে,
চেয়ে নেবে বছরটা ভালো কাটার আশীর্বাদ ৷
ভেজা শাড়িতে বউ যত হাঁটে
সূর্যও সঙ্গী হয়ে চলে – আঁচলে তার ৷
হঠাৎ পথে গ্রামের চেনা কবির সাথে দেখা হতেই-
কবি বলল, হ্যাঁ গো বিশুর বউ,
নতুন বছরের নতুন সূর্যকে
তোমার আঁচলে এভাবে ধরলে কী করে বল তো?
বিশুর বউ অবাক হয়ে কবির কথা শোনে,
আঁচলে সূর্য !
বউ বলল, আচ্ছা কবিদা,
সূর্য আবার আঁচলে কেউ আনতে পারে নাকি ?
কবি বলল -তা ঠিক, চেষ্টা করে সূর্যকে এভাবে কেউ পায়না,
তুমি চেষ্টা করনি তো , তাই তোমার অজান্তেই
সূর্য তোমার সংগী হয়েছে,
তুমিই আজকের নববর্ষের সার্থক সাধিকা ৷
বিশুর বউ বলল, কবিদা, আসি গো,
ভিজে কাপড়, শরীর খারাপ করবে ৷
বিশুর বউ চলে গেল, কবির সামনেটা
বিশুর বউয়ের ভেজা কাপড়ের জলে কিছুটা মাটি
স্নানের সিক্ততা অনুভব করল
নববর্ষ সকালে ৷
কবি তাকিয়ে আছে- বিশুর বউয়ের আঁচলে –
নববর্ষের সূর্যের দিকে ………..
ভাবছে-কত নববর্ষই তো পেরিয়ে গিয়েছি,
গ্রামের বউয়ের আঁচলে নববর্ষের নব সূর্যকে
প্রথম দেখলাম এই ৷
দূরে বিশুর বউ চলে যায়-
কবি তার আঁচলে
নববর্ষের এক নতুন সূর্যের দিকে তাকিয়ে থাকে ৷


 

CBNA24

আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।

আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন