ফিচার্ড সাহিত্য ও কবিতা

আত্মাহুতি ||| পুলক বড়ুয়া

আত্মাহুতি ||| পুলক বড়ুয়া

চলে যেতে পারি অনায়াসে বনবাসে
চলে যেতে পারি সন্ন্যাসে, সিদ্ধার্থ সেজে

কোন মন্ত্রমুগ্ধজাদুবলে
ফিরে আসি মুহূর্তেই
ভাবতেই চলে আসি
মনের অজান্তে
ফেরায় আমাকে ভোলায় আমাকে
ফিরিয়ে দেয় ঘুরিয়ে দেয়
কোন পিছুটান ধরে রাখে
কে সে পিছুটান ধরে ফেলে
সহসা গন্তব্যপথ থেকে ধাই
সহসা গন্তব্যপথ থেকে সরে যাই
এক লহমায় ছিনতাই করে
শূন্যতা সর্বস্ব করে
বুকে চেপে ধরে
টের পাই অমূর্ত-নির্লিপ্তি
নিঃশব্দে টানছে
কেবলি রুখছে
শূন্য পথ থেকে
নিভৃত এককে বসে ভাবছি একাকী

নির্জন-মোহন-নৈঃশব্দ-নৈঃসঙ্গ
কিছু কথা-মুখ-ছবি
ছায়া-মায়া-কায়া
নিটোল সাঁজোয়া বাহিনীর মতো
স্মৃতি-ব্যারিকেড হয়ে
কাঁটাতার হয়ে
অটল পর্বত
পারি না পেরুতে
পারি না মাড়াতে
বুকের অপর পিঠে খামচে ধরছে
চেনা ও অচেনা
জানা ও অজানা
পষ্ট ও অস্পষ্ট
সহজিয়া কথকথা
সহজাত অভ্যাস-কড়চা
ভালো-মন্দ জলহাওয়া
পরিচিত জলবায়ু …
গাছপালাতরুলতা
পথ-ঘাট-প্রান্তর—আজন্ম ঋণ

অপ্রকাশ্যে এক পা এগুই তো পিছুই দু’পা
কিছুতেই ইচ্ছে হলেই খাড়া পারি না বাড়াতে
তনুমনসমগ্র
বিপুল প্রচলপন্থি
বহুধা বন্ধন-গ্রন্থি
বহুল জড়ায়
গড্ডালিকা-স্রোতকে উজিয়ে
আসতে-পেরুতে-বেরুতে সমস্যা

বাসনা হলেই
গায়েবি মায়াবী নেপথ্য-আওয়াজ
ব্যাকুল বাদন-ডাক
না-ফিরে পারি না
ফিরে দ্যাখি, ফিরে আসি
পুরনো অভ্যাসে

যদি চলে যাওয়া যেত
অথবা, যেতাম চলে
থাকতাম অন্যপ্রান্তে
অপর দূরত্বে
আসতাম অন্যরূপে, অন্যবেশে
সত্যিই এমত যদি হতো
আসিনি ফিরেও ফিরে

অধিকারহীন এ আমাকে
কোন অনধিকারে রাখতে ধরে,
তোমরা কী খুব খুশি হতে

একটি আত্মার
এই অনাসক্ত আত্মাহুতি, আত্মনিবেদনে ?


সংবাদটি শেয়ার করুন