ফিচার্ড বিশ্ব

আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার আর্জি ইমরানকে, ‘দায় এড়িয়ে যেতে পারেন না বাইডেন’, মন্তব্য মালালার

আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার আর্জি ইমরানকে, ‘দায় এড়িয়ে যেতে পারেন না বাইডেন’, মন্তব্য মালালার

২০ বছর পর কাবুলের রাস্তায় তালিবানি আতঙ্ক। প্রাণের ঝুঁকি নিয়ে দেশ ছেড়ে কোনও মতে পালিয়ে বাঁচতে চাইছেন নিরীহ আফগানরা। এমন মর্মান্তিক ও ভয়াবহ পরিস্থিতিতে আবারও উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। গোটা বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের এই মুহূর্তে সাহায্যের হাত বাড়ানোর আবেদন করলেন মালালা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লিখলেন মালালা। সাহায্যের আবেদন জানিয়ে চিঠি পাঠিয়ে নোবেলজয়ী বলেন, ‘আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার আর্জি জানিয়েছি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে। শরণার্থী শিশুরা সেখানে গিয়ে যাতে শিক্ষার সুযোগ পায়, তার জন্য যথাযথ ব্যবস্থা নিতেও অনুরোধ জানিয়েছি। আফগানরা নিরাপদে থাকুক। ওদের ভবিষ্যতে যেন অকালেই হারিয়ে না যায়।’

পাশাপাশি ভিডিও বার্তায় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘিরে নিজের বক্তব্য জানিয়েছেন মালালা। ভিডিওতে তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন অনেক কিছুই করতে পারেন। সাহসী পদক্ষেপ নিয়ে নিরীহ আফগানদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেন তিনি। কোনও মতেই দায় এড়িয়ে যেতে পারেন না।’

রবিবারেই আফগানিস্তানের প্রশাসনের পতন নিশ্চিত করে দেশ দখল করে নেয় জঙ্গিগোষ্ঠী। কেড়ে নেয় কাবুল। এই মূহূর্তে দেশের রাজধানীতে জাতীয় পতাকার বদলে উড়ছে তালিবানের পতাকা। একপ্রকার আত্মসমর্পণ করেছেন প্রেসিডেন্ট আশরফ গনি। তাঁর আসনে অধিষ্ঠিত হচ্ছে তালিবানি শীর্ষ নেতা আলি আহমেদ জালালি। সেই সময় টুইট করে মালালা লেখেন, ‘তালিবানরা যেভাবে আফগানিস্তান দখল করেছে, এই দৃশ্য দেখে আমি অত্যন্ত ব্যথিত। আফগানিস্তানের সকল মহিলা, মানবাধিকার কর্মী এবং সংখ্যালঘুদের নিয়ে আমি অত্যন্ত চিন্তিত। গোটা বিশ্বের ক্ষমতাবান মানুষের কাছে আমার আবেদন, আপনারা সকলে আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার জন্য সাহায্য করুন। ওই দেশের সকল সাধারণ মানুষ এবং উদ্বাস্তুদের জন্য এগিয়ে আসুন।’

নারীর অধিকার রক্ষায় নিয়োজিত মালালা। পাকিস্তানি মেয়ের প্রতিবেশী দেশে এমন সঙ্কটকালে তিনি শঙ্কিত। তালিবানের শাসনে বিশেষত মেয়েদের বাকস্বাধীনতা যে একেবারেই ক্ষুন্ন করা হবে, তাঁদের স্বাধীন চলাফেরার উপরেও যে তালিবানরা হস্তক্ষেপ করবে, এমন পরিস্থিতির কথা চিন্তা করেই গভীরভাবে দুঃখপ্রকাশ করেছেন মালালা।

-আজকাল

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

 

সংবাদটি শেয়ার করুন