আবার লকডাউনের কবলে ক্যুইবেকের বিভিন্ন শহর
আবারা লকডাইনের কবলে ক্যুইবেক প্রদেশের মন্ট্রিয়লসহ বিভিন্ন সিটি এবং রেড এলার্ট ঘোষণার কারণে বার, রেস্টুরেন্ট সিনেমাহল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ কিছুক্ষণ পূর্বে সাড়ে পাঁচটার সময় ক্যুইবেকের মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের জন্য খুব একটা ভালো সংবাদ না ! এতো সতর্কতার পরও ক্যুইবেকে করোনায় আক্রান্ত দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বেড়েই চলছে ফলে প্রদেশটি বেশ কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে।
১ অক্টোবর থেকে সকল বার, রেস্টুরেন্ট এবং সিনেমাহল বন্ধ থাকবে। রেস্টুরেন্ট শুধু টেকআউট খোলা রাখা যাবে।
একমাত্র একই ঠিকানার নিজের ঘরের সদস্যছাড়া অন্যকেউ শেয়ার কিংবা যাতাযাত করা যাবে না। পুরো প্রদেশে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাইকে দুইমিটার দুরত্ব বজায় রাখতে হবে। মাস্ক বাধ্যতামূলকভাবে ব্যবহার করে চলতে হবে।
সেকেন্ড ওয়েভে প্রতিদিন ৭৫০ জনের উপর আক্রান্ত হওয়ার সংবাদ খুবই চিন্তার বিষয়ে । ঘরের ভিতরে কিংবা বাইরে কোন ধরনের লোকসমাগম করা যাবে না।
স্কুল খোলা রাখার পক্ষেই ক্যুইবেক সরকার ফলে অভিভাবকদের দুঃচিন্তা আর ভয়ের অবসান ঘটেনি।
আসছে বিস্তারিত…
⇒এসএস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন