সাহিত্য ও কবিতা

চিৎকার করে বলি |||| বিশ্বজিৎ মানিক


চিৎকার করে বলি |||| বিশ্বজিৎ মানিক


চিৎকার করে বলতে চাই আমি
নারী বলে কি মানুষ নই?
স্বাধীন দেশের ঘরে বাইরে আজ
কেন তবে নির্যাতিত হই?

প্রশ্ন রাখি আজ তোমাদের কাছে
করছো যারা সমাজ শাসন
দিচ্ছো কেবল সমাবেশে দাঁড়িয়ে
বুক ফাটা কিছু মেকি ভাষণ!

ঢাকায় কেন ভাইয়ের কাছ থেকে
কেঁড়ে নিয়ে তার বোন
পুরুষরূপী জানোয়ারের হাতে
হতে হলো তাকে খুন?

খাগড়াছড়িতে মায়ের কোল থেকে
কেন কেঁড়ে নেয়া হলো মেয়ে?
কেনইবা নিরাপদ থাকলোনা মা
বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে নিয়ে?

হায়েনার দল রাতে ঘরে ঢুকে
করলো একি অনাচার?
কে দমাবে ওদের ,থামবে কি ওরা
হবে কি তাদের দ্রুত বিচার?

স্বামীর সাথে নিরাপদ হলোনা
সিলেটের এক নারী
ঘাতকের দল স্বামী আটকে রেখে
নিয়ে গেল তাঁকে কাড়ি।

মুরারি চাঁদ কলেজের ছাত্রাবাসে
লুন্ঠিত হলো তাঁর সম্ভ্রম
এই কলেজেরই ছাত্রনেতা নামধারী
ছিল কিছু নরাধম।

যৌতুকের দাবিতে স্বামী আর শ্বাশুড়ি
বধুয়ার ধরে কেন চুলমুঠি?
কোথা পেলো সাহস, দিলো কে তাদেরে
কে-ইবা তাদের শক্ত খুঁটি?

আমি চিৎকার করে বলি, হও সাবধান
নইলে প্রমাদ আছে।
নারী শক্তির জাগরণ ঘটলে
পালানোর পথ হবে মিছে।

২৮/০৯/২০২০ খ্রিস্টাব্দ।

 

⇒এসএস/সিএ

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন