‘আমরা যারা হেলথ সেক্টর এ জব করি, সত্যি মনে হয় যোদ্ধের ময়দানে নেমেছি… প্রতিনিয়ত ই একটা দুশ্চিন্তা কাজ করে কখন কি হয়….!!
কাকিমনি(লিপি ধর) আর আমার প্রায় ই একই শিফটে ডিউটি পড়ে.. এমতাবস্থায় কাজ শেষ করে আমরা একই সাথে ঘরে ফিরি…তিনদিন আগে এভাবে কাজ শেষে যখন কল দিলাম, বল্লেন; রুপু তুই চলে যা.. তোর পাশে বসে গাড়িতে যাওয়া মনে হয় ঠিক হবে না..!শরীরটা ভালো ঠেকছে না, তাছাড়া কভিড পজিটিভ পেসেন্ট নিয়ে কাজ করছি!! …
টেস্ট করাতে হসপিটাল গেলেন..তিনদিন পর রেজাল্ট আসল “পজিটিভ”!!!!😟😟
ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, মনটা সত্যি ই কেমন করছে….সবাই প্লিজ আমার কাকিমনির জন্যে প্রার্থনা করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন..!আর আমরা যারা এই ময়দানে যোদ্ধ করছি, আমাদের সবার জন্যে প্রার্থনা করবেন যাতে আমরা জয়ী হতে পারি… ।।’
Kastori Bhowmik এর ফেসবুক থেকে।।
এই পোষ্টটি প্রচারের একটিই কারণ, আসুন আমরা সবাই মিলে লিপি ধরসহ ( ক্যানাডায় এই প্রথম যিনি হাসপাতালে কোভিড-১৯-এর সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন ) যারা বিশ্ব মহামারীর সময়ে নিজেদের জীবন, পরিবার পরিজনের জীবনকে তুচ্ছ করে মানবিক ও মানব সেবায় উৎসর্গ করে দিচ্ছেন সেসব হাসপাতালের কর্মীদেরকে স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর মতো বিশ্ব যুদ্ধে কানাডার একজন সাহসী সৈনিক লিপি ধর। যে যুদ্ধে কোন সৈনিকের বিরুদ্ধে সৈনিক নেই, যে বিশ্বযুদ্ধে কোন রাস্ট্রের বিরুদ্ধে রাস্ট্র নেই, যে বিশ্বযুদ্ধ শুধুই অদৃশ্য এক শত্রু, যার ভয়ে বিশ্ব ক্ষত-বিক্ষত, বলতে দ্বিধা নেই ধ্বংসের দ্বারপ্রান্থে! বিজ্ঞান- ধর্ম কোন কিছু্ই এ যুদ্ধে হেরে যাচ্ছে! এ যুদ্ধে ধনী-গরীব,জাত-ধর্ম, বন্দুক-কামান সব অচল। এ যুদ্ধে বিশ্ব মানবতার একমাত্র সৈনিক হাসপাতালের কর্মীরা। আসুন আমরা সবাই মিলে তাঁদের এই সর্বশ্রেষ্ঠ কাজের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা করি তাঁরা এ দুঃসময়ে সুস্থ শরীরে মানব সেবায় নিয়োজিত থাকুন। আমাদের বাংলাদেশী বংশোদ্ভুত ক্যানাডিয়ানরা সারা কানাডার বিভিন্ন হাসপাতালে কর্মরত এবং তাঁরা অবিশ্বাস্যভাবে মানবসেবা করে যাচ্ছেন হাসপাতালে। তাঁদের কাজের জন্য আমরা বাংলাদেশি, বাঙালি, বাংলাদেশি বংশোদ্ভুত ক্যানাডিয়ান হিসেবে গর্বীত । তাঁদের এমন ঋণ শোধ হবার নয়।
বিঃদ্রঃ সিবিএনএ-এর পক্ষ থেকে হাসপাতালগুলোতে কর্মরত সবার ধারাবাহিক প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। সবার সহযোগিতা প্রত্যাশা। ধন্যবাদান্তে- সদেরা সুজন, প্রধান নির্বাহি, সিবিএনএ
সিবিএনএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন