প্রবাসের সংবাদ ফিচার্ড

ইতালিতে মহিলা সমাজ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

ভ্রাতৃত্বের বন্ধন ও সম্পর্ককে বাড়াতে ইতালিতে মহিলা সমাজ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস, রোজার সবচেয়ে বড় অর্জন আল্লাহর সন্তুষ্টি লাভ। পবিত্র সংযমের মাসে ভ্রাতৃত্বের বন্ধন ও সম্পর্ককে বাড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদারদের সম্মানে প্রতি বছরের মতো এবারও ইতালী প্রবাসী নারীদের সর্ববৃহৎ সংগঠন মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার স্থানীয় সুন্দরবন রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি লায়লা শাহ্ র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দা শামীমা জামান এর পরিচালনায় সংগঠনের ৬০জন সদস্য অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে সংঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রবাসে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখা এবং প্রবাসীদের সহযোগিতায় নারীরাও এগিয়ে দেওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সুন্দর বাংলাদেশি কমিউনিটি হিসেবে মিলেমিশে বসবাস করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

শেষে ইফতার পূর্বে ইতালিসহ সারা বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও‌ মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

এসএস/সিএ

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

 

সংবাদটি শেয়ার করুন