ফিচার্ড বিশ্ব

ইসরাইলি বিমান প্রবেশে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

ইসরাইলি বিমান

ইসরাইলি বিমান যুক্তরাষ্ট্রের কোনো বিমানবন্দরে অবতরণ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে বাইডেন প্রশাসন।

ইসরাইলের বিমানবন্দরে ডেল্টা ও ইউনাইটেডসহ মার্কিন সংস্থার যাত্রীবাহী যে কোনো বিমান অবতরণে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নেওয়ার পর যুক্তরাষ্ট্র তার প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছে। খবর জেরুজালেম পোস্টের।

বাইডেন প্রশাসন গত শনিবার এক প্রতিবেদনে বলেছে, ইসরাইলে তাদের বিমান প্রবেশে বাধা দিয়ে আকাশপথের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে তেলআবিব।

করোনার কারণে জরুরি প্রয়োজন ছাড়া অন্যসব মার্কিন বিমানের প্রবেশ নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করেছিল ইসরাইল। পরে যুক্তরাষ্ট্রের চাপে তা থেকে বেরিয়ে আছে ইহুদিবাদী দেশটি।

তবে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওই হুমকির কথা গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন।

সূত্রঃ দৈনিক যুগান্তর

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন