দেশের সংবাদ

কমলগঞ্জে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর জনতার হাতে আটক


কমলগঞ্জে খাবারের সন্ধানে বেরিয়ে আসা ১টি লজ্জাবতী বানর জনতার হাতে আটক

মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজার থেকে বিলুপ্ত প্রজাতির ১টি লজ্জাবতী বানর আটক করেছে স্থানীয় জনতা।
সোমবার ভানুগাছ বাজারের ১০নং পয়েন্টে নির্মানাধীন এমএম মার্কেট থেকে বানরটি আটক করা হয়। পরে আটক বানরটি কমলগঞ্জ প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সহযোগীতায় বানরটিকে মৌলভীবাজার বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।


জানা যায়, রোববার মধ্যরাতে নির্মানকৃত এমএম মার্কেটের ছাদে লজ্জাবতী বানরটিকে দেখতে পান মার্কেটের নাইটগার্ড মর্তুজ মিয়া। সোমবার সকালে নাইটগার্ড বিষয়টি মার্কেটের স্বত্বাধীকারী মাইদুল হাসান রিপনকে জানালে তিনি কমলগঞ্জ প্রেসক্লাব (১৯৭৬ইং) ও উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামকে জানান। পরে দুপুর ১২টায় কমলগঞ্জ প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের মাধ্যমে লজ্জাবতী বানরটিকে মৌলভীবাজার বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সদস্য সজীব দেবরায়, সাদিকুর রহমান সামু, মাইদুল হাসান রিপন ও আলাল চৌধুরী প্রমুখ।

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন