বিশ্ব

করোনায় মৃত্যুর হারে ভয়ংকর উচ্চতায় ইতালি

করোনায় মৃত্যুর হারে ভয়ংকর উচ্চতায় ইতালি
ইতালির বার্গামো শহরের একটি কবরস্থানের দৃশ্য। ছবি: লা প্রেসে

ইউসুফ আলী, ইতালি থেকে ।। প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালি এখন যেন মৃত্যুকূপ। দেশটিতে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইতিমধ্যে প্রায় ১০ শতাংশ প্রাণ হারিয়েছে।

ইতালিতে ফ্রেবুয়ারির মাঝামাঝি করোনাভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত হয়। করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ২২ ফেব্রুয়ারি। প্রথম দু’সপ্তাহে দেশটিতে প্রাণ হারায় ২৩৩ জন। পরবর্তীতে পুরো দেশে ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত সবমিলিয়ে আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন। এর মধ্যে ৬ শতাংশ রোগী (অ্যাকটিভ কেস) ৩ হাজার ৪৮৯ জন মুমূর্ষু অবস্থায় রয়েছে। সুস্থ হওয়ার মতো অবস্থায় আছে ৫৪ হাজার ৩২ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৯ হাজার ৩৬২ জন।

করোনায় প্রাণ কেড়ে নিয়েছে ৭ হাজার ৫০৩ জনের। আক্রান্ত রোগীদের মধ্যে যা প্রায় ১০ শতাংশ। করোনার উৎপত্তিস্থল চীনে এ হার ছিল মাত্র ৪ শতাংশ। ইতালির চেয়ে চীনের জনসংখ্যা প্রায় ৩০ গুন বেশি। চীনে করোনায় আক্রান্ত রোগী ৮১ হাজার ২৮৫ জন। এর মধ্যে মারা গেছে ৩ হাহাজর ২৮৭ জন।

করোনায় অন্য দেশগুলোর মধ্যে চীনের মৃত্যুর হার ২ দশমিক ৭ শতাংশ, যুক্তরাজ্যে ৪ দশমিক ৮ শতাংশ, যুক্তরাষ্ট্রে শূন্য দশমিক ৮ শতাংশ, স্পেনে প্রায় ৭ শতাংশ, জার্মানিতে শুন্য দশমিক ৪৮ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ১ দশমিক ৩৮ শতাংশ। আর বিশ্বের ১৯৮টি দেশে করোনায় আক্রান্ত রোগীর গড় মৃত্যুহার ৩ দশমিক ৯ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৪ লাখ ৭১ হাজার ৩৬৩ জন। মারা গেছেন ২১ হাজার ২৯৪ জন। করোনাভাইরাস নিয়ে তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

-সমকাল থেকে

 

সি/এসএস



 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − twelve =