কর্মক্ষেত্রে হিজাব পরিধান নিষিদ্ধ করলো জার্মানি
কর্মস্থলে মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধের আদেশ দিয়েছে জার্মানির এক আদালত। আদালতের রায়ে বলা হয়, কর্মস্থলে নিজের অবয়ব ঢেকে রাখা একটি আইনবিরোধী কাজ। সেবাদানকারীকে অবশ্যই মুখমণ্ডল খোলা রাখতে হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার হিজাব নিষিদ্ধের আদেশ দেন জার্মানির ওই আদালত। দেশটিতে দুজন মুসলিম নারী হিজাবের কারণে চাকরিচ্যুত হবার পর এই মামলা করেন। যদিও শেষ পর্যন্ত, প্রতিষ্ঠানের পক্ষেই রায় দেন জার্মানির ওই আদালত।
যদিও হিজাব নিষিদ্ধের এই রায় সম্পূর্ণ একপাক্ষিক নয়। এতে রাখা হয়েছে বিশেষ এক শর্ত। বলা হয়েছে, নিয়োগকারী প্রতিষ্ঠানের ইচ্ছার ওপর এ হিজাব নিষিদ্ধের বিয়ষটি নির্ভর করবে।
রায় অনুযায়ী, রাজনৈতিক বা ধর্মীয় কারণে কোনোভাবেই কর্মক্ষেত্রে নিজের মুখ ঢেকে রাখা যাবে না। আর এক্ষেত্রে নিয়োগদানকারী প্রতিষ্ঠান চাইলে ওই কর্মীকে ছাটাই করতে পাড়বে বলে আদেশে বলা হয়।
এর আগে ২০১৭ সালে লুক্সেমবার্গে অবস্থিত ইউরোপীয় আদালত এক আদেশে বলা হয়েছিল, কর্মক্ষেত্রে মাথায় স্কার্ফসহ ধর্মীয় পরিচয় বহন করে এমন কিছু পরিধান করা যাবে না।
সূত্রঃ ফেস দ্যা পিপল
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান