সাহিত্য ও কবিতা

কিছু কিছু সব |||| পুলক বড়ুয়া


কিছু কিছু সব |||| পুলক বড়ুয়া


ভাষারও ভাষা আছে—ভাষাও কথা বলে ‌
সব ভাষা বোঝা যায়—সব ভাষা বোঝা দায়
                 কিছু কিছু ইশারায়
কিছু কথা অর্থে, কিছু কথা শর্তে, কিছু কথা বর্তে
কিছু কথা দূরে, কিছু কথা কাছে, কিছু কথা মিশে
কিছু কথা সরে, কিছু কথা শরে, কিছু কথা স্বরে

কে কোন ভাষায় কথা বলে—সেটা বোঝা যায়
              ভালো কিংবা মন্দ,—
          মাঝে মধ্যে বোঝা দায়;

কোনটা কুতর্ক, কোনটা বিতন্ডা, কোনটা কূটনীতি
কোনগুলি চালাকি, চাতুর্য, ধূর্ততা অথবা বুদ্ধি;
কোনটা দিয়ে কাজ উদ্ধার করতে চায়—
কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়—তাও আছে;
শোক বলো, সান্তনায় বলো;
গুন্ডামী, ভন্ডামী, বাঁদরামি—সব বোঝা যায়
ধাপ্পাবাজি, ইতরামি, নোংরামি—যাবতীয় অসভ্যতা—কিছু বাদ যায় না—সব বোঝা যায়চিৎকার-চেঁচামেচি—টেকা দায়হাঁক ডাক, ফাঁকা আওয়াজ—সব বোঝা দায়, যায়
আহ্বান, বিদায় সম্ভাষণ—সব-সব
মধুর-কঠোর —সব
বক্তৃতা-বিবৃতি-আবৃত্তি
সুর-তাল-লয়-ছন্দ
আনন্দ-নিরানন্দ
শুরু ও শেষ
সব, সমস্ত
কিছুর সমস্ত কিছু সবকিছু সব
সকল

 

 





সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন