প্রবাসের সংবাদ

কুয়েতের কারাগারেই কাটবে পাপুলের ঈদ


কুয়েতের কারাগারেই কাটবে পাপুলের ঈদ

মানবপাচার, অর্থপাচার, শ্রমিক নিপীড়ন ও ভিসা জালিয়াতির অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের জামিন হয়নি। গত সোমবার আদালত এক আদেশে তাঁকে আগামী ৯ আগস্ট পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। এর ফলে আসন্ন ঈদ কারাগারেই কাটবে তাঁর। 

কুয়েত থেকে পাওয়া খবরে জানা গেছে, পাপুল ছাড়াও তাঁর আরো তিন সহযোগীকেও আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে। তাঁরাও আগামী ৯ আগস্ট পর্যন্ত আটক থাকবেন। এরপর আদালত তাঁদের বিষয়ে অভিযোগ শুনতে পারেন। কুয়েতের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত কর্মকর্তা মেজর জেনারেল মাজেন আল জাররাহ ছাড়াও হাসান আবদুল্লাহ আল কাদের ও নাওয়াফ আলী আল সালাহি নামে দুজন কুয়েতি নাগরিক রয়েছেন।

এ মাসের মাঝামাঝি পাপুলের পক্ষে একজন আইনজীবী কুয়েতের আদালতে জামিন আবেদনে যেকোনো শর্তে মুক্তি দেওয়ার অনুরোধ জানান। জানা গেছে, কুয়েতে রিমান্ডে পাপুল যে সব তথ্য দিয়েছিলেন তা পরবর্তী সময়ে অস্বীকার করেছেন। এমন প্রেক্ষাপটে আদালত তাঁকে আরো দুই সপ্তাহ কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন।

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন