সাহিত্য ও কবিতা

‘কৃষক’ ভূষণজিৎ চৌধুরী

কৃষক | ভূষণজিৎ চৌধুরী

 

কৃষক | ভূষণজিৎ চৌধুরী

 


নেতা হওয়া যত সহজ কৃষক হওয়া তত নয়
তাইতো নেতা কৃষক হতে করছে শুধু অভিনয়।
পাকা ধান না পেয়ে কাঁচাই করে নয়ছয়
কৃষক কাঁদে ক্ষতি দেখে ফটো তোলাই মুখ্য হয়।


মাথার ঘাম পায়ে ফেলে কৃষক ফলায় সোনার ধান
কৃষক গিন্নির মুখে হাসি খেয়ে একটু বাংলা পান।
শিতের দিনে আমরা ঘুমাই নকসি কাঁথার একটি থান
বলদ নিয়ে কাঁদায় নামে
কৃষক নামের বুড়ো জোয়ান।


বর্ষাকালে বৃষ্টি পড়ে টিনে ছিদ্র আছে বলে
পাশের বাড়ির নেতার ঘরে
শুকনা থাকে সবকালে।
কিষাণি ভাবে ভবিতব্য কষ্ট ভুলে অবহেলে
কৃষক আছে বলেই আমরা ভাত খেয়ে যাই চিরকালে।


ঋণ করে সারা বছর দেখিয়ে দেয় ক্ষেতের ধান
ঘরে তোলার আগেই ধান ফরিয়ার গোলায় স্থান।
একটি শাড়ি বৌয়ের জন্যে
ছেলে মেয়েও কিছু পান
নিজের জন্যে ছেড়া লুঙ্গি
ভরসা আল্লা-ভগবান।


০১-০৫-২০২০ খ্রিস্টাব্দ

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন