ফিচার্ড সাহিত্য ও কবিতা

কেষ্টার যতো কষ্ট |||  বিশ্বজিৎ মানিক

কেষ্টার যতো কষ্ট |||  বিশ্বজিৎ মানিক
————————————————–
কেষ্ট বিষ্টুর – কোপানলে পড়ে
কেষ্টার যতো কষ্ট
ছক্কা গুটির – কৌশলী চালে
করে দিতে চায় ভ্রষ্ট।

কেষ্টা কিঙ্কর – চেটক চাপরাসি
খিদমতি যার কর্ম
বলে যাহা বাবু – ভার যতো হোক
খাটুনি-ই তার মর্ম।

কেষ্টারা হয় না – স্খলিত কখনো
অভাজন পাঁজী শঠ
চরণ চাটিয়া – স্তাবক চাটুকার
পাল্টাতে রত পট।

ভাগ্যের ফের – এই ভেবে কেষ্টা
কপালে মারিয়া ঠেস
কম্পিত কণ্ঠে – অধীক্ষক সমীপে
আর্জি করিলো পেশ।

বুড়ো হয়ে গেছি – বহিতে পারিনা
ছেড়ে দাও বাবু মোরে
পত্নীর সাথে – বেটি আছে এক
চলে যাই ফিরে ঘরে।

২৮/০৯/২০২১ খ্রিস্টাব্দ।
সংবাদটি শেয়ার করুন