বিশ্ব

গোখরো-মংগুজ তুমুল লড়াই! জয় কার? (ভিডিও)


⇒ গোখরো-মংগুজ তুমুল লড়াই! জয় কার? (ভিডিও)

সাপ-বেজির লড়াইয়ের গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু এবার গোখরোর সঙ্গে মংগুজের লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই মংগুজ (ছোট বিড়াল জাতীয় প্রাণী) মূলত দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। সাধারণত, ছোট ছোট কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে এই প্রাণী।

সাপ- মংগুজের লড়াইয়ের এই ভিডিওটি শেয়ার করেছেন ভারতের বনবিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দা। ৫৯ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই তা ভাইরাল হয়েছে।

ভিডিওটি তোলা হয়েছে ভারতের কোনো এক মরু প্রদেশে। এমনটাই মনে হচ্ছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একদল মংগুজের উদ্দেশে একটি গোখরো ফণা তুলে হিসহিস শব্দ করছে। তারপর লড়াইয়ের জন্য এগিয়ে আসে সেই মংগুজের দল। সেই গ্যাংয়ের এক সাহসী মংগুজ সরাসরি চ্যালেঞ্জ জানায় গোখরোটিকে। এরপর বেশ কিছুক্ষণ ধরে সেই লড়াই চলে। পরে পরাজয় স্বীকার করে নিয়ে গোখরো সাপটি কার্যত পালিয়ে যায়।

সুশান্ত নন্দা ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মংগুজ গ্যাং বনাম কোবরা। দারুণ লড়াই।’ ভাইরাল সেই ভিডিও অনেকে শেয়ার করেছেন, লাইকও বাড়ছে প্রত্যেক মুহূর্তে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন