১.
ক্ষণিকা
ওড়ো, ওড়ো তুমি স্বপ্নের আকাশে
ঘোরো, ঘোরো তুমি স্বপ্নীল বাতাসে
প্রতিদিন ভোরে
সূর্যের সফরে
শূন্যতা-শকটে
উড়ে উড়ে খোঁজো
অসীম নূরের এক পরম কণিকা
একে একে গড়ে তোলো—সাজাও ক্ষণিকা !
২.
জার্নাল
দেশ বুঝি
রাষ্ট্র বুঝি না ।
মানুষ বুঝি
জনসংখ্যা বুঝি না ।
রক্ত বুঝি
রাজনীতি বুঝি না ।
ভালোবাসা বুঝি
অন্য কিছু বুঝি না ।
৩.
জুজুজারি
আমি জুজুজারি
আমি মহামারী !
আমি ১৭২০
না না আমি প্লেগ
আমি ১৮২০
না না আমি কলেরা
আমি ১৯২০
স্প্যানিশ ফ্লু
আমি ২০২০
কোভিড ঊনিশ
মানুষ আমার দুচোখের বিষ
আমি অতিমারী
আমি জুজুজারি !
৪.
সাম্প্রতিক মৃত্যু
শেষ এম্বুলেন্সটির সাথে দেখা হল না
শেষ হর্ণটি ডেকে ডেকে হয়রান হয়ে গেল
শেষ বাঁশিটি আর শোনা হল না
কাফনে ঢাকা এঞ্জিনের হুইসেল
সাদা কাগজের বুকে কালো কালো ছন্দে
শেষবারের মতো স্পন্দিত হলে
শেষ শব্দে কালো শব্দে
তুমি আমার এপিটাফ
কাঁধে কাঁধে কফিনে চড়ে
যেন সে উড়াল দিয়েছে
এবার এয়ার এম্বুলেন্সে
সবশেষ হাওয়ায়
অন্তিম দমে
শেষ ফুঁ-এ