চিত্রা দিদি’র জন্মদিন |||| বিশ্বজিৎ মানিক
________________________________________________
জানুয়ারী’র পাঁচ তারিখে – চিত্রা দিদি’র জন্মদিন
উচ্ছসিত সব বিচারক – আনন্দেতে হলেন লীন
জেলা জজের বাসভবনে – হচ্ছিল এর উদযাপন
আয়োজনে নানান খাবার – পেট পুরে হয় আপ্যায়ণ।
সেজেছিল চিত্রা দিদি – নানান রঙের সাজ ধরে
আমন্ত্রিত এ.ও সাহেব – স্যুট এর সাথে কোট পরে
খানাপিনার সাথে ছিল – গান কবিতার আয়োজন
সুর বেসুরে চলছিল তার – উদ্বেলিত উচ্চারণ।
চিত্রা আমার দিদি তো নয় – চিত্রা হলো নদীর নাম
নড়াইল জেলার উপর দিয়ে – যার প্রবাহ বহমান
নদীর বুকে নৌকা চলে – উজান ভাটি তুলে পাল
ইতিহাসের অংশ হয়েই – থাকবে নদী চিরকাল।
একাত্তরে এই নদীতে – শহীদ হলেন হাজার জন
নদীটিকেই রাখতে স্মরণ – কক্ষের হলো নামকরণ
উদ্ভোদনের তারিখটিকেই – বলছে কবি জন্মদিন
উত্তম এ কাজ করার ফলেই – উদ্ভোদকের ঘুচবে ঋণ।
চিত্রা তীরে জন্মটি যাঁর – তিনিই মোদের মহান স্যার
সুখেই সকল কর্মচারী – তাঁর কাছে পায় ন্যায় বিচার
” চিত্রা নদীর পারে ” নামে – ছবি করে মোকাম্মেল
ছবি দেখে কান্না আসে – বুকে পরে কঠিন সেল।
০৬/১২/২০২১ খ্রিস্টাব্দ।
_________________________________________
এস এস/সিএ