সাহিত্য ও কবিতা

ছড়াকার বন্ধুর প্রতি |||| বিশ্বজিৎ মানিক

ছড়াকার বন্ধুর প্রতি 
-বিশ্বজিৎ মানিক

বৃষ্টি হচ্ছে রিম ঝিমিয়ে – ঘুমিয়ে আছে সব
বৃষ্টি থেমে উঠলে রোদ – হবেই শুরু রব।

একটুখানি দাঁড়াও বন্ধু – দেখো কিনা হয়
ফুলের গন্ধে আসবে ভ্রমর – অন্য কিছু নয়।

বলছো তুমি আজ আমাদের – তোমার দুঃখ গাঁথা
আমরা যতো, জানি তোমার – সৃষ্টি নয়তো যা তা।

হাজারের উপর লেখক আছেন – বন্ধু তালিকায়
করবে না কে লাইক, কমেন্ট – তোমার কবিতায়?

তোমার লেখা সব কবিতাই – ভালো করে পড়ি
যখন যাহা করার তাহা – যথাস্থানেই করি।

কয়েক শত বন্ধু তোমার – আছেন ছড়াকার
তবে কেন আজ দেখোনা – তাদের কোনো আকার?

বলছি আমি,  তোমায় কিছু – দিয়ে সান্ত্বনা
বন্ধু যাঁরা আছেন তোমার – সবাই হলেন চেনা।

ভালোবাসা প্রকাশ করতে – প্রয়োজন হয় না মাইক
তবে কেন তোমার ছড়ায় – করছে না কেউ লাইক?

ভাবুক যাঁরা কাব্যপ্রেমে – তারা কি আর থাকবে থেমে
কাব্য রসের স্বাদ গ্রহণে – হলেই সময় আসবে নেমে।

কর্ম তুমি চালিয়ে গেলে – কে নেবে আর পিছ নামিয়ে?
দেখবে তোমার বন্ধু কতো? – একটু সময় নিয়ে।

ছড়া তোমার শ্রেষ্ঠ লেখা – হচ্ছে যাহা বইয়ে ছাপা
কথামালার ফুলঝুরিতে – ঝাঁপি তোমার নয়তো ফাঁপা।

ভাবছো কেন বন্ধু, তোমার কবিতা – ভালো হয়নি?
আকাশে এখনো উদিত দিবাকর – সন্ধ্যা তো আসেনি।

চালাও বন্ধু হাতুড়ি, শাবল – সাথে তোমার লেখনী
আমি যতো জানি, কখনো তুমি – পিছনে ফিরে যাওনি।

কলম সৈনিকের কাজ নয় এটা – চাওয়া সমর্থন
হাতে যাদের কলম চলে – করে নাতো আত্মসমর্পণ।

তোমার সৃষ্টিই এনে দেবে – প্রাপ্য যতো সম্মান
নহে যাহা অনুকম্পা – কিংবা কারো দান।

বন্ধু উপদেশ এটা নয় – ভেবোনা কিছু অন্য
তোমার কবিতা পড়েই কিন্তু – আমি হয়েছি ধন্য।

ক্ষমা করে দিও, হলে কিছু ভুল – স্বীয় লেখনীতে
এমন ধৃষ্টতা, দেখাইনি কভু – আমি সুদুর অতীতে।

ভালো থাকো বন্ধু – নিয়ে গোটা পরিবার
তুমি আমার অহংকার – জেলার শ্রেষ্ঠ ছড়াকার।

০৪/০৬/২০২০ খ্রিস্টাব্দ।

 

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন