সাহিত্য ও কবিতা

বিপ্লবী লীলা নাগ |||| বিশ্বজিৎ মানিক


বিপ্লবী লীলা নাগ |||| বিশ্বজিৎ মানিক

বিপ্লবী লীলা নাগ – তুমি আমার অহংকার

মৌলভীবাজার এর কন্যা তুমি – গর্ব এ বাংলার।


উনিশ শত সালে জন্ম তোমার – মৃত্যু সত্তর সালে

অগ্নিমন্ত্রে দীক্ষিত তুমি – আন্দোলনে সক্রিয় ছিলে।


পিতা তোমার গিরীশ চন্দ্র – মাতা কুঞ্জলতা

ভেঙে কতো দিয়েছিলে তুমি – অনৈতিক প্রচলিত প্রথা।


বড়লাট পত্নীকে করতে হতো – নতজানু হয়ে অভিবাদন

তার প্রতিবাদে ঘটেছিল তোমার – বিপ্লবী চেতনার স্ফুরণ।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর – মর্যাদা করেছিলে লাভ

অগ্নি যুগের বিপ্লবী সকলের – সাথে হয়েছিল ভাব।


সহশিক্ষার উন্মুক্ত দরজা – খোলা হয়েছিল যখন

অখণ্ড বাংলায় তোমার নেতৃত্বেই – শুরু নারী জাগরণ।


নারী হয়ে তুমি আলোকিত করেছিলে – বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

তোমার দ্বারাই হয়েছিল এদেশে – প্রগতির ক্রমবিকাশ।


তেইশ সালে করেছিলে তুমি – ইংরেজিতে এম এ পাস

তোমার চেতনায় মুগ্ধ হয়েছিলেন  – স্বয়ং নেতাজী সুভাষ।


অনিল রায়ের সহধর্মিণী তুমি – সহকারী নেতাজীর

বিপ্লবে তুমি করে তুলেছিলে – বৃটিশ রাজকে অস্থির।


কারো প্রিয় হতে চাওনি তুমি – চেয়েছিলে হতে খাঁটি

চুরমার করে চেয়েছিলে দিতে – ঘাতকের শক্ত ঘাঁটি।


মাস্টারদা সূর্য সেনের ছিলে – সহযোদ্ধা তুমি

সংকল্পে লালিত তোমার – স্বাধীন স্বদেশ ভুমি।


তুলেছিলে গড়ে তুমি – মহিলা আত্মরক্ষা কেন্দ্র

লাঠিখেলা শেখানো হতো – শেখা হতো চালনা অস্ত্র।


হাত ধরে তোমার কতো নারী এসে – দীক্ষিত হয়েছিল মন্ত্রে

ধরেছিল কাঁপন জুলুম নির্যাতন  – বৃটিশের রাজতন্ত্রে।


শিক্ষা জীবন শেষ করে তুমি – ব্রত নিলে নারী শিক্ষার

শিক্ষাই হবে আদায়ের হাতিয়ার – স্বদেশের স্বাধিকার।


দীপালি সংঘ গড়ে তুলো তুমি – বিপ্লবী সাথীদের নিয়ে

প্রতিষ্ঠিত হয়েছিল অবৈতনিক স্কুল – তোমার অধ্যাবসায়ে।


রাজনগর থানার পাঁচগাঁও গ্রামে – কুঞ্জলতা ভবন

পৃষ্ঠপোষকতার অভাবে যায়নি তো করা – স্মৃতি সংরক্ষণ।


সরকারি যাতনায় চলে গিয়েছিলে -দেশটাকে তুমি ছাড়ি

অর্পিত হয়েছে সরকারের অনুকূলে – লীলা নাগের বাড়ি।


এসো সবে বলি দুই হাত তুলি – হোক লীলা যাদুঘর

থাকবেই তুমি আমাদের লীলা – ইতিহাসে রহিবে অমর।


২৫/০৮/২০২০ খ্রিস্টাব্দ।

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন