ছাই দিয়ে ধরা
টাকা নাকি দিতে হয় – চার হাজার নগদ!
ঢাকায় আছে বহুবিধ – ব্যবসাপাতি তার।
শাহেদ আলী ছিল যেন – পুরোপুরি জোঁকার ।
নিরাপদ ভাবে পুরো – তাই নিরবধি।
কথামালার মারপ্যাচে – নসিহত দিতো।
পাহাড়ায় তার, থাকতো নাকি – সদাই গানম্যান।
লাইসেন্স নবায়নের বিষয় – গিয়েছিল ভুলে!
শুরু থেকেই, ঠেকে নাই তার – ভালো মতিগতি।
এলিট ফোর্স র্যাব তখন – হয়ে যায় সোচ্চার ।
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে – এস যায় সুযোগ।
অভিযোগের প্রেক্ষিতে দ্রুত – অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি – আইনী নির্দেশ দিলেন।
সিল গালা করে র্যাব – তাহা অবশেষে।
হন্যে হয়ে খোঁজে র্যাব – কোথা পাওয়া যায়।
শাস্তি তার দাবি করে ক্ষতিগ্রস্ত জনগণ।
স্বভাবে চরিত্রে পশু – তাদের কাজ খুব বাজে।
দয়ালু সেজে কাড়ে – মানুষের আহার।
উচিত হবে আগেই এদের – ছাই দিয়ে ধরা।
১০/০৭/২০২০ খ্রিস্টাব্দ।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন