সাহিত্য ও কবিতা

বালু ছড়া |||| বিশ্বজিৎ মানিক

 

 

বালু ছড়া |||| বিশ্বজিৎ মানিক



 

বালু ছড়া নামে এক – সমাজ কল্যাণ সংস্থা
দাঁড়িয়ে আছে এই সংগঠন – সবার নিয়ে আস্থা।


গুলিয়া গ্রামেই ছিল – এর মূল ভিত্তি
প্রবাসীদের কল্যাণে এখন – হয়েছে বিস্তৃতি।



তিন গ্রামের উন্নয়ন কল্পে – এখন এর ব্রত
অবদান ভিন্ন গ্রামেও – থাকে অবিরত।



তফু তোফায়েল হলো এর – প্রধান পৃষ্ঠপোষক
সমাজসেবী, কল্যাণকামী – নহে তো সে শোষক।



সভাপতি হলো তার – সহিদ আলী মেম্বার
ইমামুল হক রিপন হলো – সম্পাদক যার।


শ বিদেশের কতো ছেলে – সঙ্গে আছে তার
আচার আচরণে তারা – সবাই চমৎকার।



সমাজ সেবাই মূল কাজ – এই সংগঠনের
অল্প দিনেই হয়েছে তা – জনগণের প্রাণের।



প্রবাসীরা এক জোটে – সাথে এর আছে
অর্থ বিত্তে দূর্বল যারা – টেনে নেয় কাছে।



গৃহহীনে গৃহদান আর – অন্নহীনে অন্ন
সকলেই এই কাজে – দেয় শুধু ধন্য।



বই,খাতা,কলম যার – কেনার উপায় নাই
সমাজের কল্যাণেই তারা – করে দেয় ঠাই।



শীতকালে শীতবস্ত্র – রমজানে ইফতার
বিতরণ করেই তারা – হয় তবে নিস্তার।



টিউবওয়েল, ঢেউটিন – আরো কতকিছু
দানখয়রাত করে তারা – হটে না তো পিছু।



যে কোনো দূর্যোগেই আছে – সাথে বালু ছড়া
বাচ্চারা নিশ্চিন্তে করে – স্কুলে লেখাপড়া।



সবমিলিয়ে এলাকাটি – উন্নয়নে আছে
সবার দৃষ্টি থাকলে তবে – নামবে না আর নিচে।



সামাজিক কাজে যারা – রাখে অবদান
ছোট হলেও তাদের আমি – জানাই সম্মান।


 

 

২৬/০৫/২০২০ খ্রিস্টাব্দ।


 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন