রকমারি

শিশুদের ঈদ অনুভূতি নিয়ে লেখা আহবান করেছে সৃষ্টিশীল প্রতিষ্ঠান‘এ্যালাইভা’

 

 

শিশুদের ঈদ অনুভূতি নিয়ে লেখা আহবান করেছে সৃষ্টিশীল প্রতিষ্ঠান‘এ্যালাইভা’

‘এ্যালাইভা’ নানামুখী সমাজ উন্নয়নমূলক সামাজিক, মানবিক মূল্যবোধ নিয়ে বিবিধ সৃষ্টিশীল কর্মকান্ড করে  থাকেন। এরই ধারাবাহিকতায় সৃষ্টিশীল ই-কমার্স প্রতিষ্ঠান শিশুদের জন্য নিয়ে এসেছে মজার এক আয়োজন “এবারের ঈদ কেমন কাটলো“ বিষয় নিয়ে লেখার একটি প্রতিযোগিতার। ঈদ-উল-ফিতর কেমন কাটলো তা নিয়ে শিশুদের কাছ থেকে ৩শ শব্দের একটি লেখা আহবান করেছে এ প্রতিষ্ঠানটি। প্রাপ্ত লেখাগুলো থেকে সেরা ৫০জনের জন্য থাকছে বিশেষ পুরষ্কার। তাছাড়া বিজয়ীদের নাম ও ছবি প্রকাশিত হবে “এ্যালাইভা‘র“ অফিসিয়াল পেজে।

ঈদ-উল ফিতরের দিন থেকে এক সপ্তাহের মধ্যে লেখা পাঠাতে হবে।

‘এ্যালাইভা‘র অফিসিয়াল পেজের

https://www.facebook.com/AlayvaBD/posts/118127789905336

এ লিংকের নিচে কমেন্টস বক্সে কমেন্টের মাধ্যমে লেখা পাঠাতে হবে।

লেখা পাঠানোর সময় শিশুদেরকে যেসব বিষয় মাথায় রাখতে হবে সেগুলো হলো :-
১) ছোট্ট বন্ধুর বয়স ১২ বছরের মধ্যে হতে হবে।
২) লেখা হবে সর্বোচ্চ ৩০০ শব্দের।
৩) কমেন্ট বক্সে টেক্সট করে অথবা হাতে লিখে ছবি তুলে লেখা পাঠাতে পারো।
৪) লেখার নিচে তোমাদের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে ভুলবে না।
৫) লেখাটি ঈদের সপ্তম দিনের মধ্যে পাঠাতে হবে।

‘এ্যালাইভা‘ মূলত ই-কমার্স কেন্দ্রীক ব্যবসা প্রতিষ্ঠান হলেও তারা শুধু ব্যবসায়িক লাভ-লোকসান নয়, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে করপোরেট স্যোশাল রেসপন্সিবিলিটি (সিএসআর) কালচারের এর আদলে করে থাকেন বিভিন্ন সৃজনশীল ও মানবিক কর্মযজ্ঞ।

বৈশ্বিক মহামারীতে যখন মানুষ গৃহবন্দী ঠিক এ সময়ে শিশুদের ঈদ কেমন কাটলো এরকম একটি ভাবনা নিয়ে এসেছে ‘এ্যালাইভা‘ কর্তৃপক্ষ। প্রকৃতপক্ষে ঈদের আনন্দ অনুভূতির বেশীরভাগ শিশুদেরকে ঘিরেই কাটে। আনন্দ বঞ্চিত শিশুদের মনে কিছুটা হলেও খুশির জোয়ার বইয়ে দিতে ‘এ্যালাইভা‘ এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। শিশুর সাথে তাদের অভিভাবকরাও এ মজায় অংশ নিয়ে যোগাতে পারেন উৎসাহ।

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন