সাহিত্য ও কবিতা

ছাই দিয়ে ধরা  |||| বিশ্বজিৎ মানিক


ছাই দিয়ে ধরা 

বিশ্বজিৎ মানিক

টেষ্ট ছাড়াই পাওয়া যায় – করোনার সনদ

টাকা নাকি দিতে হয় – চার হাজার নগদ!


ব্যবসাটা ছিল ভালো  – শাহেদ আলী মিয়ার

ঢাকায় আছে বহুবিধ – ব্যবসাপাতি তার।


গাড়িতে ফ্ল্যাগস্ট্যান্ড – অধিদপ্তরের স্টিকার

শাহেদ আলী ছিল যেন – পুরোপুরি জোঁকার ।


গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের সাথে – তুলা তার ছবি

নিরাপদ ভাবে পুরো  – তাই নিরবধি।


রাজনৈতিক নেতা পরিচয়ে – টকশোতে যেতো

কথামালার মারপ্যাচে – নসিহত দিতো।


রিজেন্ট হাসপাতালের ছিল – স্বয়ং চেয়ারম্যান

পাহাড়ায় তার, থাকতো নাকি – সদাই গানম্যান।


হাসপাতালটি করা হয় – গত তের সালে

লাইসেন্স নবায়নের বিষয়  – গিয়েছিল ভুলে!


স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছিল – চিকিৎসার অনুমতি

শুরু থেকেই, ঠেকে নাই তার – ভালো মতিগতি।


পত্রিকাগুলো তুলে ধরে – অপকীর্তি তার

এলিট ফোর্স র‍্যাব তখন – হয়ে যায় সোচ্চার ।


করোনার চিকিৎসা নিয়ে – ছিল অভিযোগ

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে  – এস যায় সুযোগ।


হাসপাতালের দু’টি শাখা – মিরপুর ও উত্তরায়

অভিযোগের প্রেক্ষিতে দ্রুত  – অভিযান চালায়।


সরোয়ার আলম সাথে – অভিযানে ছিলেন

নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি – আইনী নির্দেশ দিলেন।


হাসপাতালটি বন্ধ হয় – অধিদপ্তরের আদেশে

সিল গালা  করে র‍্যাব – তাহা অবশেষে।


অভিযানের খবর পেয়ে – শাহেদ আলী পালায়

হন্যে হয়ে খোঁজে র‍্যাব – কোথা পাওয়া যায়।


অপরাধী সেজে শাহেদ – করে পলায়ন

শাস্তি তার দাবি করে ক্ষতিগ্রস্ত জনগণ।


মুখোশের আড়ালে যারা – ভালো মানুষ সাজে

স্বভাবে চরিত্রে পশু – তাদের কাজ খুব বাজে।


দুর্নীতির মাধ্যমে গড়ে তুলে – টাকার পাহাড়

দয়ালু সেজে কাড়ে – মানুষের আহার।


সরকারের ভালো ইমেজ – খর্ব করে এরা

উচিত হবে আগেই এদের – ছাই দিয়ে ধরা।


১০/০৭/২০২০ খ্রিস্টাব্দ।


 

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 


সংবাদটি শেয়ার করুন