ফিচার্ড সাহিত্য ও কবিতা

ছোট মেয়েকে / বিপ্লব ঘোষ

ছোট মেয়েকে / বিপ্লব ঘোষ

 

রাত পোহালেই জন্মের দিন 

এক লক্ষ তিরিশ হাজার 
ভাবছি তোকে কী বলা যায় ! 
 
দুই লক্ষ ষাট হাজার 
শব্দ মাথার উপর গেল 
একটি মালা গাঁথা হলো না 
ফুলের গন্ধে বাতাস এলো  
 
ভালোবাসা ছাড়া কিছু নেই । 
——-
 
ভালোবাসা মানে 
 
ভালোবাসি মানে এই নয়  
ভালোবেসে যাবো 
যদি না তুমি সাড়া দাও 
এভাবে বলো আর কি পাবো ! 
 
ভালোবাসি মানে এই নয় 
মন দিয়ে যাবো  
ঘর বেধে মরি তবু ভালো 
দেহ ছাড়া– মন দিয়ে খাবো ! 
 
ভালোবাসি মানে এই নয়  
চাতক পাখির মত আমি 
আকাশের দিকে চেয়ে রবো 
কবে বৃষ্টি আনে অন্তর্যামী  !
 
ভালোবাসা মানে তুমি আমি 
কিছু নেই এর চেয়ে দামি ।
—-
 
আশা 
 
আমি যে তাকে ভালোবাসি  না 
সে তো জানলো না ।
 
আমি যাকে ভালোবাসি খুব 
সে তো খারাপও বাসলো  না ।
 
দুজনের দুটো ব্যথা যদি 
বহুপথ হেঁটে দেখা হয় 
যেখান থেকে দুদিকে চলে যাবো দূরে 
কিছু ফুল রাখি মুঠো ভরে 
কার কাছে কে কখন ফেরে 
তুমুল আশায় ! 
সংবাদটি শেয়ার করুন