কমলগঞ্জে জলবায়ু পরিবর্তন শীর্ষক গবেষণা প্রকল্পের মতবিনিময়
মৌলভীবাজারের কমলগঞ্জে জৈব-সাংস্কৃতিক ঐতিহ্য এবং জলবায়ু পরিবর্তন, বাংলাদেশে ক্ষদ্র নৃ-গোষ্ঠীদের বিপদাপন্নতা ও সহনমাত্রার মূল্যায়ন শীর্ষক গবেষণা প্রকল্পের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে কমলগঞ্জস্থ মনিপুরী ললিতকলা একাডেমিতে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের সহযোগিতায় আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের মাউশি বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) কাজী মনিরুল ইসলাম, উপসচিব (পরিকল্পনা-১) মোল্লা মোহাম্মদ আনিসুজ্জামান, ঢাবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গবেষণা প্রকল্প পরিচালক ড. জাহিদুল ইসলাম, অধ্যাপক হাসার শাফী, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, লেখক গবেষক আহমদ সিরাজ প্রমুখ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ পরিচালনা করছে এই জলবায়ু পরিবর্তনের এ গবেষণাটি। গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপর জলবায়ু পরিবর্তনের ঘাত-প্রতিঘাতের প্রভাব এবং এর মোকাবেলায় স্থানীয় মানুষের অভিযোজন কৌশল চিহ্নিত করা। কমলগঞ্জ উপজেলায় ২০১৯ সালের জুন মাসে গবেষণা প্রকল্পের পাইলটিং করা হয়। এ বছরের ডিসেম্বরে গবেষণাটির খড়সা প্রতিবেদন সম্পন্ন হবে।
কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অভ্যন্তরে র্যালী, আলোচনা সভা ও ৯টি সমিতিকে সনদ প্রদানের মাধ্যমে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সমবায় দপ্তর, উপজেলা প্রশাসন ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে দিবস পালন করা হয়। পতাকা উত্তোলনের পর উপজেলা প্রশাসনের অভ্যন্তরে র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে ও মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আশুতোষ দাস। বক্তব্য রাখেন মোস্তফা কামাল, আব্দুল হান্নান চিনু প্রমুখ। আলোচনা সভা শেষে ৯টি সমবায়ী প্রতিষ্ঠানকে সনদপত্র প্রদান করা হয়।
এসএস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন