কমলগঞ্জের সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৪
মৌলভীবাজার প্রতিনিধি ।। মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক সিএনজি অটোরিক্সা চালক নিহত ও সিএনজি অটোরিক্সায় থাকা শিশুসহ ৪ যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া গ্যাসফিল্ড এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সোমবার রাত ১২টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা ঘন কুয়াশার কারণে সড়ক দেখতে না পেয়ে সড়কধারের একটি খুটির সাথে ধাক্কা লাগে। ফলে সিএনজি অটোর সম্মুখ দিক দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক সন্তোষ বৈদ্য(৪৮)-এর মৃত্যু হয়। তার বাড়ি কুলাউড়া উপজেলার দুর্গাপুরে। দূর্ঘটনায় আহত যাত্রীরা হলেন, কুলাউড়া উপজেলার দিলদারপুর চা বাগানের শিশু বিউটি (৯), নিখিল শুক্ল বৈদ্য(৬৫), নারায়ন (৪০) ও বিক্রম (৩০)। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল নিহত চালকসহ গাড়ীতে থাকা আহত ৪ যাত্রীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. অভিজিৎ সিনহা বলেন, পুলিশ দূর্ঘটনায় আক্রান্ত ৫ জনকে রাতে এনে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মাঝে চালক সন্তোষ বৈদ্যকে মৃত পাওয়া যায়। বাকি আহত ৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তীব্র শীতের মাঝে সোমবার রাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় ঘন কুয়াশা থাকায় গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত সিএনজি অটোরিক্সা চালকের মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জ পৌরসভা নির্বাচন
আপিলে বৈধতা পেলেন দুই কাউন্সিলর প্রার্থী
কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধতা ঘোষনা করা হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসন মীর নাহিদ আহসান তাদের মনোনয়ন বৈধতা দেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধতার সতত্যা নিশ্চিত করেন।
বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন- কমলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ কামরুল ইসলাম ।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, ২জন প্রার্থীর আপিল বৈধ হয়েছে। তবে আমরা লিখিত কোন নির্দেশনা পাইনি, মৌখিকভাবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে। তারা আসন্ন পৌর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে গত ২০ ডিসেম্বর উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিলো। এতে ৪ মেয়র প্রার্থী, ৩১ জন কাউন্সিলর প্রার্থী ও ১১ জন মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে খেলাপি হওয়ার কারণে ২জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র গত ২২ ডিসেম্বর যাছাই বাছাইকালে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাতিল করেন। এরই প্রেক্ষিতে বাতিলকৃত প্রার্থীরা জেলা প্রশাসক বরাবর আপিল করেন।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন