দেশের সংবাদ

নির্বাচনে হেরে পুকুরে হিম ঠান্ডা পানিতে ডুব দিয়ে প্রতিজ্ঞা করলেন পার্থী

নির্বাচনে হেরে পুকুরে হিম ঠান্ডা পানিতে ডুব
কাউন্সিলর পার্থী মোকলেছুর

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে হেরে এক প্রার্থী কান ধরে পুকুরে ডুব দিয়েছেন। সেই সঙ্গে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের বাড়িতে ডেকে এনে তাদের সামনে প্রতিজ্ঞা করেছেন যে আর কখনো নির্বাচনে দাঁড়াবেন না।

নির্বাচনে পরাজিত এই প্রার্থীর নাম মকলেছুর রহমান। তিনি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

শনিবার গাংনী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কাউন্সিলর পদে মকলেছুর পেয়েছেন মাত্র ১২৫ ভোট।

আক্ষেপ করে তিনি বলেন, আত্মীয়-স্বজন দিলেই হাজার খানেক ভোট পেতাম। অথচ পেলাম ১২৫ ভোট। এর অর্থ আত্মীয়-স্বজনদের অনেকেই আমাকে ভোট দেননি।

নির্বাচনে হেরে আত্মীয়-স্বজনদের ‘শিক্ষা’ দিতে সবাইকে তার বাড়িতে ‘ভুড়িভোজের’ নিমন্ত্রণে ডাকেন। সবার উপস্থিতিতে রোববার সন্ধ্যায় কান ধরে পুকুরে ডুব দেন। ভোট না দেওয়ায় আত্মীয়-স্বজনদের না খাইয়েই বাড়ি থেকে বিদায় করেন তিনি।

ঘটনাটি যাতে কোনোভাবে সামাজিক যোগাযোগে প্রচার না পায় তার জন্য কঠোরভাবে ছবি তোলা নিষিদ্ধ রাখা হয়।

মকলেছুর রহমান জানান, ওয়ার্ডের লোকজন ও আত্মীয়-স্বজন তাকে নির্বাচনে অংশ নেয়ার জন্য অনুরোধ করেছিলেন। যারা নির্বাচনে দাঁড়াতে উৎসাহ দিয়েছিলেন তারাই ভোট দেননি। এ কারণে আর কোনদিন নির্বাচনে অংশ নেবেন না বলে জানান।

সূত্র: ডেইলি স্টার

বাঅ/এফএইচ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন