ফিচার্ড সাহিত্য ও কবিতা

জেবুন্নেছা জোৎস্না’র একগুচ্ছ কবিতা

জেবুন্নেছা জোৎস্না’র একগুচ্ছ কবিতা


মানুষ – বনসাই

এক রাতে, মানুষ হওয়ার গ্লানিগুলি গ্রাস করছিল ক্রমান্বয়ে,
চিন্তারা হয়ে যাচ্ছিল ক্রমশঃ স্থবির!
নিউরোট্রান্সমিটারে সিগন্যাল দিতে নিউরনের
বুঝি দেরী হয়ে যায়। আর আমি ততক্ষণে
সমস্ত অবয়ব জুড়ে কাফকা’র গল্পে’র ন্যায় ধীরে ধীরে রুপান্তরিত হয়ে যাই সম্পূর্ণ
অন্যকিছুতে!

তবে, তফাত’টা এই, পোকা না হয়ে, আমি গাছ হয়ে যাই—
খুব বেশী উদ্ভিদ প্রেমী বলেই হয়তো!

অতঃপর, কালের বিবর্তনে গ্র্যাভিটির টানে শেকড়-বৃন্ত
ছড়িয়ে শুষে চলেছি আমি তোমাদের দূষিত বায়ু- মূত্র- জল;
উওরাধিকারে দিয়ে যাই বেঁচে থাকার বিশুদ্ধ অক্সিজেন
পূর্বপুরুষের নির্যাসিত জীবাশ্মের জৈব শক্তিবল!
আমার বাকলের নীচে, জাইলেম স্তরে সঞ্চিত
সভ্যতার সংশয় – গৌরব- ঘৃণার ইতিহাস —
আমি ফ্ল্যাজেলায় ভরে সমাজের সুক্ষ দেহপথে
দেখেছি বহুরুপী মনুষ্যের গলিত আ্যমিবয়িক উপনিবাস।

অস্বাভাবিকত্বের স্বাভাবিকতায় শীর্ষ, নিম্ন কর্তনে
ক্রমাগত অক্সিন হীনে আমি বড়ো অসহায়,
সময়ের সাক্ষী হয়ে কেবল বেড়ে চলে বয়সের রিং,
আধুনিকতা’য় তাই নাম নিলাম, মানুষ বনসাই ।



ধাঁ-ধাঁ

কারা যেন যায় চলে
পদচিহ্ন মিলায়ে সমুদ্র স্রোতের ধ্বনিতে,
আর কতক শুয়োপোকার খোলে
অদৃষ্ট গুনে প্রকৃতির অভিশাপে।

জীবনের মুঠি’তে যে সঞ্চয়’টুকু,
আয়োজন শেষ তার—অহেতুক মায়া পিছু!
পেন্ডুলামের দোলায় ঝুলন্ত জীবন-
যুদ্ধাংদেহী বেশে করোনার আগমন।
চেরীর পরাগ ছুঁইয়ে চর্যাপদের পুঁথির শ্লোকে,
আদি সভ্যতার ট্যাবলেয়টের শ্লেটের অক্ষরে
যদি জিতে ফিরে আসি এ যুদ্ধ থেকে, তবে
সে হবে পৃথিবীতে আমাদের দ্বিতীয় জীবন।

আর যদি হেরে যাই—
জানালার পাশে প্রিয় গন্ধরাজের মায়া ভুলে-
নিঃস্তব্ধ নগরীর পথে অদৃশ্য শত্রুর মিলনে-
এ্যামবুলেন্সের ক্রন্দনে সওয়ারী সহসা,
সারি সারি লাশের মিছিলে—
ভয় কি? এ কোলাহল ছেড়ে, জানি
নিশ্চিত কোন এক ধাঁধাঁয় অতিক্রম!



চিচিং ফাঁক

গোলাপ দোলে হাওয়ার পিঠে
গলছে হাওয়ায় হাওয়াই মিঠে।
আম-জনতার শব্দ ফিঁকে—
কোদলা মঠের চড়ুইখানা
খুঁজছে ফোঁকর ইটের ভিটেয়।

দিব্য চোখে দেখতে থাকি—
ভন-ভনিয়ে দোলে পৃথি!
দুলছো তুমি, দুলছি আমি
উল্টো পা’য়ে হাঁটছি জানি—
কিম্ভূতিকার সে ও মানি।

জগত জোড়া ভন্ড-শালা
রোদ পোহাতে শিকের গালা।
খুলবে মুখোশ, ভাঙ্গবে তালা-
চিচিং ফাঁকের আলীবাবা,
আসছে ধেয়ে এবার পালা!

 

এসএস/সিএ

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

 

সংবাদটি শেয়ার করুন