ফিচার্ড সাহিত্য ও কবিতা

তুষার আচার্য্য-এর কবিতা

তুষার আচার্য্য-এর কবিতা


প্রত্যয়
 
হাহাকারের মেলা বসে মনের অলিগলিতে
‘তুমি ভালো নেই’- এটাই শ্লোগান।
মনের ভিতরে বিশ্বাস আছে, নিঃশ্বাস আছে, অক্সিজেনও আছে,
তবুও শঙ্কার ডঙ্কা। মহাদেবের বাণ। 
প্রেমজ তীব্র অভিমান।
নিজেকে মেলে ধরি, ছায়া হয়ে থাকি, রৌদ্র আড়াল রাখি।
উষ্ণ পরশে বিশ্বাস প্রবাহ চলে।
চিরন্তন চলনে, মগ্ন মননে তোমাকেই ভালোবাসি।
মনের গলিতে রাসোৎসব হবে, সেই প্রত্যয় আঁকি।
————————————————————–
 
প্রণয়
 
আগুনের সাথে আগুনের ঠোকাঠুকি 
নিভে গেল চঞ্চল অভিমান,
ফিরে এল শান্ত ইতিহাস,
ফিরে এল সেই আবেগী বাতাস
সাথে নীলচে উষ্ণ আকাশ। 
এই আমাদের নিজস্ব অবকাশ।
———————————————————–
 
চড়া
আমার নদীর বুকে একমাত্র দ্বীপ তুমি
পাখি ডাকে, কুয়াঁশা হয়,  নীল হয় উপত্যকা।
সাবলীল অক্সিজেন বয়, মন হয় প্রেমী।
জোয়ারে থাকে ডুবে স্নায়ু, মননে হয় তুমি বিহার
ভাঁটায় পড়ে থাকে বিরহী শব্দ, নদীর স্তব্ধ পারাপার।
চড়ায় পড়ে পূর্ণিমার আলো, স্বপ্নিল আবহ বয়।
তুমি আছো বলেই সেথা সদা বসন্ত রয়।
সার্থক হয় জনম,  নিরন্তর তোমার আবাহন।

কবিতায় লেখা থাক, মোদের সাতকাহন।


তুষার আচার্য্য
কল্যাণী, নদিয়া, ভারত
সংবাদটি শেয়ার করুন