বিশ্ব

তৃতীয় বিমানবাহী রণতরী তৈরি করলো চীন

তৃতীয়-বিমানবাহী-রণতরী
তৃতীয় বিমানবাহী রণতরী তৈরি করলো চীন

তৃতীয় বিমানবাহী রণতরী তৈরি করলো চীন

চীন তার তৃতীয় বিমানবাহী রণতরী উদ্বোধন করেছে। শুক্রবার সর্বাধুনিক প্রযুক্তির এই রণতরীটি বাহিনীতে যুক্ত করা হয়। চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, রণতরীটির নাম দেওয়া হয়েছে ফুজিয়ান। এটি চীনের নিজস্ব ডিজাইনের প্রথম বিমানবাহী রণতরী। সাংহাইয়ের জিয়াংনান শিপইয়ার্ডে এটি নির্মাণ করা হয়েছে।

রণতরীটির ডেকে বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট ও অ্যারেস্টিং ডিভাইস ব্যবহার করা হয়েছে। চীনের আগের দুটি বিমানবাহী রণতরী- লিয়াওনিং ও শ্যানডংয়ে এই ব্যবস্থা নেই। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোতেও এই অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। এর ফলে রণতরীটি থেকে আরও গোলাবারুদসহ বিভিন্ন ধরণের বিমান দ্রুত উড্ডয়ন করতে পারবে।

চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির (পিএলএ নেভি) আধুনিকীকায়নের চলমান প্রচেষ্টার অংশ হচ্ছে ফুজিয়ান। চীনের প্রথম বিমানবাহী রণতরী লিয়াওনিং সোভিয়েত আমলের এবং দ্বিতীয় রণতরী শানডং তৈরি করা হয়েছিল লিয়াওনিংয়ের নকশার উপর ভিত্তি করে।

এফআই/সিএ

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

 

সংবাদটি শেয়ার করুন