দীর্ঘমেয়াদি বৃদ্ধাশ্রমকেন্দ্রগুলোর জন্য জরুরি ভিত্তিতেই দশ হাজার কর্মী নিয়োগ করা হবে
-ক্যুইবেকের প্রিমিয়ার ফ্রান্সোয়া লেগু
কুইবেক প্রিমিয়ার ফ্রান্সোয়া লেগু( Francois Legault) আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে ঘোষনা করেন, অত্যন্ত গুরুত্ব এবং জরুরি ভিওিতেই যে সিএইচএসএলডি (CHSLD) বা বৃদ্ধদের জন্য দীর্ঘমেয়াদী যত্ন কেন্দ্রগুলোর ( Long Term Care Centres) জন্য এর জন্য ১০,০০০ Orderlies বা কর্মী নিযোগ দেওয়া হবে । আবেদনকারীরা সরকারী ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে সক্ষম হবেন। ১০,০০০ অর্ডারলিকে তিন মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হবে – ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। জুনের ১৫ তারিখ থেকে ১৫ সেপ্টেম্বর প্রর্যন্ত প্রশিক্ষণ চলাকালীন সময়ে, আবেদনকারীরা প্রতি সপ্তাহে ৭৬০ ডলার করে দেওয়া হবে। আবেদনকারীরা ৩৭৫ ঘন্টার পূর্ণকালীন প্রশিক্ষণ গ্রহণ করবেন, যা জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ১২ সপ্তাহ জুড়ে থাকবে।
নিম্নের লিংকসে ক্লিক দিলেই ফরমসহ সব তথ্য পাওয়া যাবে
পূর্ণকালীন চাকুরীরত ব্যক্তিরা প্রতি সপ্তাহে ৯৪০ ডলার করে পাবেন ।প্রতি বছর $ ৪৯,০০০ ডলার আয়ের সাথে তাদের পূর্ণকালীন চাকুরীর নিশ্চয়তা থাকবে। প্রিমিয়ার ফ্রান্সোয়া লেগু প্রদেশের সিএইচএসএলডি বৃদ্ধদের জন্য দীর্ঘমেয়াদী যত্ন কেন্দ্রগুলোর সংকটকে শ্রম ঘাটতিও অন্যতম কারণ বলে দায়ী করেছেন ।এখানে উল্লেখ্য যে, ক্যুইবেকে দীর্ঘমেয়াদী কেয়ার হোমগুলিতে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে প্রায় ৩,০০০ লোক মারা গেছে। ক্যুইবেক প্রিমিয়ার আরও বলেন “আমরা সিএইচএসএলডি-তে যা দেখেছি তার পুনরাবৃত্তি হউক তা কিছুতেই চাই না। তাই আমাদের লক্ষ্য আমাদের সবচেয়ে দুর্বলদের অর্থাৎ বৃদ্ধদের যত্ন নিতে ১০,০০০ জন কর্মীকে একত্রে জড়ো করা”
ক্যুইবেকে বর্ণবৈষম্য নিয়ে প্রিমিয়ার ফ্রান্সোয়া লেগু যা বললেন
আমেরিকার মিনিয়াপলিসে সাম্প্রতিক পুলিশী বর্বরতায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে বর্ণবাদী সহিংসতা ও পুলিশের বর্বরতার প্রতিবাদে গত রবিবার বিকাল ৫ টায় কয়েক হাজার মানুষ রোববার মন্ট্রিয়ল ডাউনটাউন পুলিশ সদর দফতরের সামনে জড়ো হয়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভ প্রদর্শন শুরু করছিল । পরের দিন”মন্ট্রিয়েলের প্রতিবাদমিছিলে যারা পুলিশের বর্বরতার প্রতিবাদ করেছেন তাদের উল্লেখ করে Premier Francois Legault বলেন,” কুইবেকের প্রধানমন্ত্রী হিসাবে আমি জাতিগত সহিংসতার নিন্দাকারী ব্যক্তিদের সাথে সংহতি প্রকাশ করছি। ”
সম্মেলনে প্রশ্নের জবাবে প্রীমিয়ার ফ্রান্সোয়া লেগু বলেন, “আমি মনে করি ক্যুইবেকে কিছুটা বর্ণবৈষম্য আছে, কিন্তু পদ্ধতিগত কোন বৈষম্য নেই। আমাদের অবশ্যই বর্ণবাদমুক্ত একটি সমাজ গড়ে তুলতে হবে, বর্ণবাদী সমাজ তিনি প্রদেশের জন্য চান না” “ফ্রান্সোয়া লেগু আরও বলেন, ” ক্যুইবেকে বর্ণবৈষম্যের কোনও স্থান নেই এবং এটি একটি খুব ছোট সংখ্যালঘু লোক যারা কিছুটা বৈষম্য করছে বলে তিনি দাবি করেন।
সূত্র :Montreal Gazette
সি/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন