ফিচার্ড বিশ্ব

দুই বছরে ছয়বার হীরা পেলেন কৃষক

দুই বছরে ছয়বার হীরা পেলেন কৃষক

দুই বছরে ছয় বার উৎকৃষ্ট মানের হীরা খুঁজে পেয়েছেন ভারতের মধ্যপ্রদেশের একজন কৃষক। জানা গেছে, এবার তিনি যে হীরা পেয়েছেন, তা ছয় দশমিক ৪৭ ক্যারেটের।

কৃষক প্রকাশ মজুমদার যে হীরা পেয়েছেন, তার মূল্য ৩০ লাখ রূপি হতে পারে। ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার জারুয়াপুর গ্রামের হীরার খনি এলাকায় গত শুক্রবার তিনি হীরাটি পান।

জানা গেছে, কয়েকদিনের মধ্যেই হীরাটি নিলামে উঠবে। ভারত সরকারের নির্দেশনা মেনেই নিলাম হবে। নিলামের টাকা থেকে নিয়মানুসারে অর্থ পাবেন তিনি।

মজুমদার প্রকাশ বলেন, আমরা পাঁচজন মিলে খনি এলাকায় জমি লিজ নিয়ে হীরা খুঁজতে থাকি। যে হীরা পেয়েছি, তা সরকারের হীরা অফিসে জমা দেওয়া হয়েছে। নিলাম থেকে আসা অর্থ আমরা পাঁচজন ভাগ করে নেব।

সূত্র: নিউজ ১৮, মিন্ট।

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন