দূরে গেলে / বিপ্লব ঘোষ
তুমি ছিলে,আছো,সুখে দূখে
তাই জেনে শুনে ভুলে থাকি
দূরে গিয়ে তোমাকে দেখেই
সত্যি তুমি ছাড়া কেউ নেই ।
তাই দূরে যেতে হয় মিলে
যেখানে পাহাড়ে তারা জ্বলে
মেঘ এসে ঘরে লুকোচুরি
বৃষ্টিতে ভিজেই একাকার ।
দুজনেই দুজনার দিকে
সৃষ্টির নেশায় বীজ বুনি
ভালোবাসার ছবিটি আঁকি ।
——-
যদি ফিরে আসি
অনেকটা পথ পেরিয়ে এসেছি
আর যতটুকু বাকি
কিভাবে কেমন করে যাবো
নিত্যদিন বসে ভাবি ।
এভাবে ওভাবে যাওয়া যায় কত
একবার যদি ফিরে আসতে চাই
এক জন্মে নয়, আরেকটা জন্ম লাগে
যত ভুল ,অপরাধ হলো
শুধরে আবার আসিব ফিরে
তোমাদের নীড়ে ।
——-
জল জীবন
ঘরে সবার জলের বোতল আলাদা
বহুদিন ধরে এমন ব্যাবস্থা
মাঝে মধ্যে দেখি
বোতলের জল আগেই শেষ
আবার নিজে গিয়ে ভরি ।
অনেকবার বিরক্ত হয়ে রাগ দেখিয়েছি
কোনো ফল হয়নি তেমন ।
একদিন সূর্য উঠা ভোরে
মন নেচে উঠল আনন্দে
সবাই জল যেন আমার জন্যে
পান করতে পারছে ।
এখন ওদের বোতল শেষ হলে
আমি গিয়ে জল ভরে রাখি ।