দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’
চলতি মাসের ১৮ তারিখ দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সিনেমার প্রচারণার অংশ হিসেবে আজ রোববার প্রীতিলতার স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ থেকে শুরু হলো এর ঢাকামুখী যাত্রা।
প্রচারণায় অংশ সিনেমার নির্মাতা প্রদীপ ঘোষ, তিশা, মনোজ প্রামাণিক, সংগীত পরিচালক বাপ্পা মজুমদারসহ অনেকেই। এসময় তারা উপস্থিত ছাত্রীদের হাতে সিনেমার টিকিটও তুলে দেন। সেখানে প্রীতিলতার পরিবারের সদস্য অ্যাডভোকেট রানা দাসগুপ্তও উপস্থিত ছিলেন।
নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, ‘সিনেমার দৃশ্য ধারণের কাজ অনেক আগেই শেষ হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী ১৮ নভেম্বর এটি মুক্তি পাবে।’
এসময় তিশা বলেন, ‘ইডেন কলেজে এই প্রথম আসার সুযোগ হলো। আর করোনার পর এভাবে এতো মানুষের সামনেও প্রথম আসা। সবাইকে দেখে অনেক ভালো লাগছে। বীরকন্যা প্রীতিলতা ইতিহাস নির্ভর ছবি। প্রীতিলতা প্রত্যেকটি নারীর অনুপ্রেরণা। আশা করি, সবাই ছবিটি হলে গিয়ে দেখবেন। এ থেকে অনেক কিছু শেখার আছে।’
আয়োজিত প্রচারণা অনুষ্ঠানে আজ প্রকাশ হয় ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার একটি গান। প্রদীপ ঘোষের কথায় এর সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী বাপ্পা মজুমদার।
উল্লেখ্য, ২০১৯–২০২০ অর্থবছরের সরকারি অনুদানের সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’। এর আগে চট্টগ্রাম থেকে সিনেমাটির প্রচারণা শুরু হয়।
সূত্র : আমাদের সময়