সাহিত্য ও কবিতা

নারায়ণগঞ্জ ট্রাজেডি |||| বিশ্বজিৎ মানিক


নারায়ণগঞ্জ ট্রাজেডি |||| বিশ্বজিৎ মানিক

কতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে
আমার সোনার বাংলায়
ঘটনার পিছনে দায়ী আছে যারা
নিচ্ছে না কেহ তার দায়।

চার সেপ্টেম্বর শুক্রবার রাতে
ছিল মসজিদে প্রার্থনারত
ভাবেনাই কেহ হয়ে যাবে বুঝি
নিমেষেই ক্ষতবিক্ষত।

তিতাসের গ্যাসে করে ছারখার
আগুনের লেলিহান শিখায়
জানা ছিল কি এ পরিণতি কারো
হতে পারে প্রার্থনায়?

নারায়ণগঞ্জ মসজিদে গ্যাস জমা হয়ে
ঘটে ভয়াবহ বিস্ফোরণ
বিস্ফোরণ তাণ্ডবে অগ্নিদগ্ধ হয়
মুসুল্লি সাইত্রিশ জন।

ভয়াবহ আঘাতে ভেঙ্গেচুরে সব
হয়ে গেছে মেচাকার
ছিল যারা মসজিদে প্রার্থনারত
পায়নি তো পথ বেরুবার।

অভিযোগ ছিল তিতাসের কাছে
গ্যাস লাইন করে দিতে ঠিক
অসাধুরা নাকি চেয়েছিল অর্থ
জীবনে সঞ্চিত হলো ধিক।

কতো কতো প্রাণ হলো বলিদান
কাহাদের অবহেলার জন্য?
মানবতা আজ কোথা গেছে দেখ
মানুষ হয়েছে পণ্য।

করে ছল কল লোভী ভণ্ডের দল
প্রাণঘাতি তোরা কেন হলে?
শাস্তি তোমাদের পেতেই হবে
তদন্তে বেরিয়ে এলে।

সেবা খাত গুলো হয়ে গেছে যেন
শকুনের কারখানা
বিনয়ের সাথে বলতে চাইছি
স্বচ্ছতা প্রয়োজন তাতে আনা।

০৭/০৯/২০২০ খ্রিস্টাব্দ।

 

 

 

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন