নেশাখোর |||| বিশ্বজিৎ মানিক
এ ধারণা, তুমি দাদা – কোথা খোঁজে পেলে?
নেশাদ্রব্য খেলে হবে – অকালে মরণ।
হারামখোর আছে যারা – তাদেরে কি কয়?
ঘুসখোর হলে নাকি – হয় স্বর্গরাজ!
ধান্দায় থাকে নিরবধি – সুবিধা ভোগী যারা।
ঘুষের টাকায়, করে তারা – জমি জমা বাসা।
অকারণেই নিভিয়ে দেয় – গোদাম ঘরের বাতি।
তার জীবনে, নেমে আসে – অন্ধকারের ঘোর।
বিপদ কালে, এদের কাছে – যায়না পাওয়া পানা।
ধ্বংস করে, দেবেই তোমায় – কোনও ছুতার ছলে।
উচ্চস্বরে রাগারাগি – শান্তি নষ্ট করে।
এ কথাটি খোকাবাবু – মানতে রাজি নয়।
আধ্যাত্বিক নেশা, নিয়ে যায় – বিধাতার কাছে।
নেশাখোর হলেই শুধু – পাবে ভালো গদি।
ভাগ্য বদল, করেই তারা – গড়বে ভালো বাড়ি।
তারও কিন্তু, আছে নেশা – লেখেন কবিতা।
কোন কোন নেশায় কিন্তু – উপকারই হয়।
তাদেরও কিন্তু, আদর ছলে – নেশাখোরই বলে।