সাহিত্য ও কবিতা

নেশাখোর |||| বিশ্বজিৎ মানিক

নেশাখোর

নেশাখোর |||| বিশ্বজিৎ মানিক


নেশাখোর হয় নাকি – মদ গাঁজা খেলে

এ ধারণা, তুমি দাদা – কোথা খোঁজে পেলে?


খোকা জানে, নেশার আছে – বিভিন্ন ধরন

নেশাদ্রব্য খেলে হবে – অকালে মরণ।


মদখোর, গাঁজাখোর – নেশাখোর হয়

হারামখোর আছে যারা – তাদেরে কি কয়?


পঁচা গন্ধা খাদ্য খাওয়া – হারামখোরের কাজ

ঘুসখোর হলে নাকি – হয় স্বর্গরাজ!


সুফি সাধক সেজে আছে – অপরাধী তারা

ধান্দায় থাকে নিরবধি – সুবিধা ভোগী যারা।


গড়ে তোলা, টাকার পাহাড় – থাকে তাদের নেশা

ঘুষের টাকায়, করে তারা – জমি জমা বাসা।


মুনাফাখোর আছে আরেক – ভয়ানক জাতি

অকারণেই নিভিয়ে দেয় – গোদাম ঘরের বাতি।


বন্ধু স্বজন, কারো যদি – হয় চশমখোর

তার জীবনে, নেমে আসে – অন্ধকারের ঘোর।


চলবে সাথে, খাবে সাথে – করবে থালা কানা

বিপদ কালে, এদের কাছে – যায়না পাওয়া পানা।


এড়িয়ে চলো, এদের সঙ্গ – গুণিজন বলে

ধ্বংস করে, দেবেই তোমায় – কোনও ছুতার ছলে।


চুপাখোর বউ যদি – থাকে কারো ঘরে

উচ্চস্বরে রাগারাগি – শান্তি নষ্ট করে।


নেশাখোর হলেই নাকি – নষ্ট মানুষ হয়

এ কথাটি খোকাবাবু – মানতে রাজি নয়।


কতো কতো ভালো নেশা – মানুষের আছে

আধ্যাত্বিক নেশা, নিয়ে যায় – বিধাতার কাছে।


লেখাপড়া ছেলে মেয়ের – নেশা হয় যদি

নেশাখোর হলেই শুধু – পাবে ভালো গদি।


কারো আবার, নেশা আছে – বিদেশ দেবে পাড়ি

ভাগ্য বদল, করেই তারা – গড়বে ভালো বাড়ি।


বন্ধু যিনি বলেছেন – নেশাখোরের কথা

তারও কিন্তু, আছে নেশা – লেখেন কবিতা।


তাইতো বলি, সকল নেশাই – নষ্ট নেশা নয়

কোন কোন নেশায় কিন্তু – উপকারই হয়।


ভালো কাজের নেশায় যারা – মত্ত হয়ে চলে

তাদেরও কিন্তু, আদর ছলে – নেশাখোরই বলে।


১১/০৭/২০২০ খ্রিস্টাব্দ।

সংবাদটি শেয়ার করুন