একটি পাকিস্তানি সিনেমা মুক্তির ১৬ দিন পরও হুমড়ি খেয়ে দেখছেন দর্শক। বক্স অফিসে গড়ছে একের পর এক রেকর্ড। পাকিস্তানি সিনেমায় এমন দৃশ্য একেবারেই নতুন। এত বেশি আয়ের মুখ আগে অন্য কোনো পাকিস্তানি সিনেমা দেখেনি। পাকিস্তানের ইন্ডাস্ট্রির সাপেক্ষে সিনেমার বাজেটও অকল্পনীয়। সিনেমাটির নাম দ্য লেজেন্ড অব মওলা জাট । সিনেমাটি পরিচালনা করেছেন বিলাল লাশহারি।
শুটিং শুরুর সময় খবর ছড়িয়েছিল, সিনেমার বাজেট ৫০ কোটি পাকিস্তানি রুপি। শুনে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানি দর্শক। তাঁদের কাছে এ বাজেট এতটাই অকল্পনীয়। এত টাকা তুলে আনার মতো এত বড় বাজার তো পাকিস্তানের সিনেমার নেই। ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) বলছে, শেষ পর্যন্ত ৭০ কোটিতে গিয়ে দাঁড়ায় ছবির বাজেট। সিনেমাটি ১৩ অক্টোবর মুক্তি পায়। এই প্রথম বিশ্বের ২৩টি দেশের ৪০০ হলে একযোগে মুক্তি পেল পাকিস্তানি কোনো সিনেমা। প্রথম দিন থেকেই ভালো ব্যবসা করতে থাকে দ্য লেজেন্ড অব মওলা জাট । মাত্র ১০ দিনে পাকিস্তানি সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে ১০০ কোটি পাকিস্তানি রুপি আয় করে সিনেমাটি। সমালোচকেরা বলছেন, ছবিটি দিয়ে পাকিস্তানি সিনেমার নতুন জন্ম হলো।
পাঞ্জাবের এক গ্রামের পটভূমিতে সিনেমার গল্প। শুরুতেই জেভা নাট ও তার সাঙ্গপাঙ্গরা সরদার জাটদের ওপর আক্রমণ করে। এই আক্রমণে মারা যায় সরদার জাট ও তার স্ত্রী। বেঁচে যায় সরদারের ছেলে মওলা জাট । দানি নামের এক নারীর কাছে বড় হতে থাকে মওলা। একদিন দানির ছেলে মওলাকে তার শিক্ষকের কাছে নিয়ে যায়। এই শিক্ষক কুস্তি শেখান। শুরুতেই মওলার পারদর্শিতা শিক্ষককে মুগ্ধ করে। একসময় কুস্তিগির হিসেবে মওলার খ্যাতি ছড়িয়ে পড়ে। হঠাৎ এক রাতে ভয়ংকর দুঃস্বপ্ন মওলাকে অতীতে নিয়ে যায়। মওলা গ্রামে ফিরে গিয়ে এক বৃদ্ধের কাছে জানতে পারে, অত্যাচার, অপহরণ, ধর্ষণসহ নাট পরিবারের অপকর্মে গ্রামের মানুষ অতিষ্ঠ। মওলার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এ খবরে চলে যায় নাট পরিবারের কাছে। এই পরিবারের বর্তমান শাসক নুরি নাট জ্বালিয়ে দেয় মওলাদের গ্রাম। শুরু হয় নতুন সংগ্রাম।
গল্পটির উপস্থাপনা ও একের পর এক চমক দর্শককে পর্দা থেকে চোখ সরাতে দেয় না। ঐতিহাসিক সিনেমার প্রেক্ষাপট মানেই বড় পরিসর। সাজসজ্জা, মেকআপ, যথাযথভাবে সময়কে ধরতে না পারলে দর্শক মুখ ফিরিয়ে নেবেন—এমন ভাবনা শুরু থেকেই পরিচালকের ছিল। ক্যারিয়ারের এই দ্বিতীয় সিনেমা নিয়ে তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছে।
‘দ্য লেজেন্ড অব মওলা জাট’-এর প্রশংসা করে গার্ডিয়ান, বিবিসি, আল-জাজিরা, ভ্যারাইটিসহ বিশ্বের বড় বড় গণমাধ্যম খবর প্রকাশ করেছে।